কৃষ্ণকালা
— গান শুনতে যাবি ডোভার লেনে?
— না গো, আমার ফাঁড়া ডোবারম্যানে
— আজ উল্লাস, গাইবে কোশলকর!
— এমন শীতে তুই-ই গোসল কর
— কাল বসছেন পণ্ডিত যশরাজ
— কবিরাও কি বাজায়নি এস্রাজ?
— চৌরাশিয়া অসুস্থ, আসবে না
— বর ইউএসএ, বৌ রাশিয়া — জানা।
— কান বুঝি তোর জাগবে ঘন্টা-কাঁসরে!
— সঙ্গী পেলে যেতাম গানের আসরে…
এক কথায় বলতে পারি … অসাধারণ একটি কবিতা পড়লাম প্রিয় চন্দন দা।
ছড়াতে ভীষণ মুগ্ধ হলাম চন্দন দা। শুভেচ্ছা।
আপনার লেখায় যে অসাধারণত্ব খুঁজে পাওয়া যায়, তেমনটা আমি দ্বিতীয় কাউকে পাইনি চন্দন দাদা।