হাডসন নদীর আস্ফালন
তুষার ক্রান্তির পর
অভীপ্সারা জেগে উঠেছিল নিউ জার্সির ভয়ঙ্কর এর রাতে
প্রচণ্ড হিমে জমে যাওয়া রজঃসংক্রান্তির শেষ ক’ফোটা রক্ত-
উপেক্ষা করে ছুঁতে চেয়েছিল হাডসন নদীর স্রোত, অভিবাসী আত্মা!…
তীব্র শীতে কম্পমান ঠোঁট
নীল প্রলাপের মতন ধাবমান আগুনের নেশায়, পদে পদে হোঁচট-
যদিও জানতো আগুনের কোন সীমা- পরিসীমা নেই
দুর্বিনীত সত্তার এক পাদূর্ভাব পতিত হয় অন্তহীন ভাবোচ্ছ্বাসে;
বিস্তার করে কস্তুরীনাভ বৃন্তে-
নিউ জার্সির প্রতিটি ঘরের ছাদ যেন তুষার ঢাকা ধূসর প্রান্তর
জানালার শার্সিতে কৃষ্ণপক্ষ রাত, শ্রান্ত চোখে দেখে নেয়- রক্তের মৃদু উত্তাপ
স্খলনের পাপে- হাডসন নদীর অতলে আবিষ্ট আস্ফালন…।
কবিতায় অসাধারণ সব উপমার ব্যবহার। শব্দগুলোন কঠিন লাগলেও লিখনীতে দারুণ মানিয়েছে মনে হলো। সহস্র শুভেচ্ছা রইলো স্যার। শুভ সকাল।
কী যে কঠিন কঠিন শব্দ ব্যবহার করেছে কবি দা।
তারপরও শুভেচ্ছা। 
গ্রেট এ্যাণ্ড গুড জব দাউদ ভাই।