আহত ঐতিহ্যের নদী

আহত ঐতিহ্যের নদী

স্পর্ধার নদী আজ হয়েছে বিলিন
উজাড় হয়েছে সেই কুসুমের বাগ
পেখম মেলেনা আর ময়ূরী ময়ূর
গায়ের কাপড়ে আঁকা মলিনতা দাগ

মসৃণ পথে যায় বিপণী বিলাস
মেকি আলোর নীচে নৃত্যপটীয়সী
অথচ এখানে ছিল মায়াবতী দীঘি
হরণ হয়েছে তার জ্যোতিময় শশী

এই মাঠ মাঠ ছিল দালানের অতীত
বুকের রক্ত ঢালে দুরন্ত কিশোর
পথপাশে পড়ে থাকা সোনালি শৈশব
ইটের আঁধার ঢাকে ফেলে আসা সুর

নদী নাই দীঘি নাই মাঠ আর নাই
আহত ঐতিহ্যে তবু আমি হেঁটে যাই

4 thoughts on “আহত ঐতিহ্যের নদী

  1. একটা সময় ছিলো আপনার লিখা প্রায় নিয়মিত পড়তাম। দারুণ লেখেন আপনি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অনেক সুন্দর কবিতা। আপনার কবিতা এবং আপনাকে মিস করি এখনও। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।