নগন্য মিথ্যা

মিথ্যার মাঝে যারা করে সুখ সন্ধান,
আজীবন সাথী তাঁর কষ্টের ক্রন্দন।
খুটিনাটি মিথ্যায় সাময়িক লাভ হয়,
কখনোবা ক্ষণিকের বাহবাও পাওয়া যায়।

কথা আর কাজ হলে মিছে সমতুল্য,
কোন মানুষের কাছে পাবেনা সে মূল্য।
অগণিত মিথ্যায় চাপা দেয়া সত্য,
সম্মুখে এনে দেয় প্রকৃত উপাত্ত।

সত্য যখনই দেয় তাঁর হুঙ্কার,
থাকেনা অস্তিত্ব বানোয়াট মিথ্যার।
হতে পারে সংকটে মিথ্যায় দেয় ঠাঁই,
শান্তনা আছে তাতে মূলত শান্তি নাই।

ছোট ছোট মিথ্যার তুচ্ছ প্রহসন,
বৃহৎ কষ্টে ভরা বেদনার গুঞ্জন।
কথা কাজে নিত্য সততা সঙ্গী যার,
ধ্বংসযজ্ঞ হতে হয় তারা উদ্ধার।

ন্যায় নীতি নিষ্ঠা চরিত্রের অলংকার,
সত্যই শ্রেষ্ঠ সততা দুর্নিবার।
প্রশংসা পেতে নিলে মিথ্যার আশ্রয়,
ইজ্জত সম্মান পদদলিত হয়।

6 thoughts on “নগন্য মিথ্যা

  1. "সত্য যখনই দেয় তাঁর হুঙ্কার,
    থাকেনা অস্তিত্ব বানোয়াট মিথ্যার।
    হতে পারে সংকটে মিথ্যায় দেয় ঠাঁই,
    শান্তনা আছে তাতে মূলত শান্তি নাই।"

    অতীব সতকথন প্রিয় কবি মি. নূর ইমাম শেখ বাবু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।