তুমি
তুমি ঠিক এক রাগী ও অভিমানী পুরুষ
যেন ধেয়ে আসা এক বিশাল সমুদ্র
স্বচ্ছ ও গভীর।
কোটি কোটি ঢেউ এর মত
মনে হয় বুঝি চুরমার করে দেবে আমাকে
কিন্তু যখন কাছে এলে, যখন ভাসিয়ে নিলে
আমাকে তোমার বুকের উপর
দম বন্ধ করা উচ্ছ্বাস ও আবেগে
পায়ের তলায় থেকে কেড়ে নিলে মাটি
তখন ঠিক ভয় করল না আমার
একটু কেঁপে উঠলাম …
তুমি আমাকে ধরলে শক্ত হাতে
তুমি কি পুরুষ নাকি সমুদ্র ?
কিছুই বুঝতে পারলাম না আমি
আবার ঢেউ এলো পর পর তিনটা
তলিয়ে গেলাম আমি
ঢেউ এর অতল গহ্বরে :
কিন্তু তুমি আমাকে বের আঁকড়ে ধরলে শক্ত হাতে
তলিয়ে যেতে দিলে না সমুদ্র বক্ষে বিশাল ঢেউ – এ
তখন আমার রোম হর্ষ হলো মাত্র …
কারণ তুমি আছ পাশে জেনে
এতো দিন যা ভেবেছি – যা জেনেছি
তার কিছু ঠিক এ রকম নয়
কত কোমল তুমি …
ফের সযত্নে স্থাপন করলে তুমি আমাকে
আবার সমুদ্র বক্ষে দাঁড় করালে চোরাবালির উপর,
ভাল করে ভারসাম্য ফিরে পাওয়ার আগেই
আমাকে ভাসিয়ে নিয়ে গেল বিশাল একটা ঢেউ
তখন ও আমি হারিয়ে যাইনি তোমার দু’বাহু থেকে
আমি বুঝিনা তোমাকে – একটু ও বুঝিনা
তুমি ঠিক রাগী ও অভিমানী পুরুষ কিনা ?
সেই ভাল – ও রকম রহস্যময় থাক তুমি আমার কাছে
বিশাল সমুদ্রের ঢেউ এর মত বার বার কাঁদাও আমাকে
ভাসাও আমাকে – দগ্ধ করো আমাকে ;
তুমি ঠিক এক রাগী ও অভিমানী পুরুষ
নাকি সমুদ্রের মত বিশাল —- আমি জানি না!
27.01.2019
কবিতায় এক সত্যানুভূতি উঠে এসেছে দিদি ভাই।
রিয়া রিয়া: সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ দি' ভাই। একটু অসুস্থ থাকায় উঃ দিতে দেরি হয়ে গেল।
এ জন্য আমি দুঃখিত। প্রিয় কবি দি , রিয়া রিয়া।
দ্রুত সুস্থ্য হয়ে উঠুন দিদি ভাই। ঈশ্বরের কাছে প্রাথর্না করি।
ভালো একটি কবিতা উপহার দিয়েছেন বোন।
সৌমিত্র চক্রবর্তী: অসংখ্য ধন্যবাদ কবি বন্ধু।
“তুমি আমাকে বের আঁকড়ে ধরলে শক্ত হাতে
তলিয়ে যেতে দিলে না সমুদ্র বক্ষে বিশাল ঢেউ – এ
তখন আমার রোম হর্ষ হলো মাত্র … “___ সুন্দর প্রকাশ।
মুরুব্বী : আপনার সুন্দর মন্তব্যের জন্য অনুপ্রাণিত হলাম কবি বন্ধু মুরুব্বী । প্রীতিময় শুভেচ্ছা সতত !