হচ্ছে কি!! অবলীলায় দিয়েছ সব নিকেশ। শেষ প্রহরে রীতিবিরুদ্ধ গজিয়ে ওঠা কুচবরণ কন্যার ওষ্ঠে এক নগরীর শেকড় বেড়ে ওঠে। সম্পাদকীয়তে লেখা তিনি ব্যাবিলনের পুর আমলের এ্যাম্পায়ার – যদিও টুপি নেমে গেছে হাঁটুতে, খেয়াল অথবা টপ্পায় তিনি ততোধিক রসিক।
তাম্বুল রসে ঠোঁট রক্তাভ, পোড়া ছাই এর গন্ধে ভারী পৃষ্ঠ।
রজকিনী কন্যা উড়ছো কেন এতো?
10 thoughts on “ফরলুম”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর কবি আপু
ধন্যবাদ আলমগীর সরকার । ভালো থাকবেন।
এই ধাঁচের কবিতা গুলোন কে আমি বেশ প্রাধান্য দেই। :yes:
নাম দিয়েছি খেয়ালী কবিতা।
ধন্যবাদ মুরুব্বী । ভালো থাকবেন।
এমন আধুনিক কবিতায় মন ভরে যায়!
কী দারুণ চিত্রকল্প, বুনন এবং ফিনিশিং!
অসাধারণ!
ধন্যবাদ মিড ডে। এমন মন্তব্যেও মন ভরে যায় । ভালো থাকবেন ।
সংক্ষিপ্তে অসাধারণ বোন।
ধন্যবাদ ভাই । শুভকামনা জানবেন।
সুন্দর হয়েছে দিদি ভাই।
ধন্যবাদ রিয়া । ভালো থেক ।