রূপসী ঢেউয়ে বিস্মৃতি

রূপসী ঢেউয়ে বিস্মৃতি

সময়ের রূপসী স্রোত ধারায়
স্মৃতি বিস্মৃতির ভীষণ সংঘাতময়–
সংসার নুনেনীতে সবই
হওয়া সম্ভব শুধু আকাশচূড়ায়
নীলতে গোপনতায় বাজে সুর;

আজও স্রোতমুখর মিছিলে
সারিবদ্ধ স্লোগানের বর্ণমালা রঙ-
গুমরে উঠে প্রতিবাদীর গান-
মেঘের রঙ নাই-জোছনা নাই-
রূপসী ঢেউয়ে স্মৃতির সংঘাতময়!

অথচ জলনদী কাদামাটি এককার
বাতাস নুনীতে খুজে না আর গন্ধ।

১৮ মাঘ ১৪২৫, ৩১ জানু’১৯
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “রূপসী ঢেউয়ে বিস্মৃতি

  1. সময়ের রূপসী (!!) স্রোত ধারায়
    স্মৃতি বিস্মৃতির জীবন ভীষণ সংঘাতময়–
    যেন সংসার নুনেনীতে সব। ___ ভীষণ সত্য এই কথাটি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. জ্বি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য করার
      জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন—–

  2. মেঘের রঙ নাই – জোছনা নাই –

    সুন্দর প্রকাশ কবি বন্ধু!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি রানু আপু
      সুন্দর মন্তব্য করার
      জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।