রূপসী ঢেউয়ে বিস্মৃতি
সময়ের রূপসী স্রোত ধারায়
স্মৃতি বিস্মৃতির ভীষণ সংঘাতময়–
সংসার নুনেনীতে সবই
হওয়া সম্ভব শুধু আকাশচূড়ায়
নীলতে গোপনতায় বাজে সুর;
আজও স্রোতমুখর মিছিলে
সারিবদ্ধ স্লোগানের বর্ণমালা রঙ-
গুমরে উঠে প্রতিবাদীর গান-
মেঘের রঙ নাই-জোছনা নাই-
রূপসী ঢেউয়ে স্মৃতির সংঘাতময়!
অথচ জলনদী কাদামাটি এককার
বাতাস নুনীতে খুজে না আর গন্ধ।
১৮ মাঘ ১৪২৫, ৩১ জানু’১৯
——————————–
সময়ের রূপসী (!!) স্রোত ধারায়
স্মৃতি বিস্মৃতির জীবন ভীষণ সংঘাতময়–
যেন সংসার নুনেনীতে সব। ___ ভীষণ সত্য এই কথাটি।
জ্বি মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার
জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—–
মেঘের রঙ নাই – জোছনা নাই –
সুন্দর প্রকাশ কবি বন্ধু!
জ্বি রানু আপু
সুন্দর মন্তব্য করার
জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—–
অনেক শুভেচ্ছা কবি লিটন ভাই।
জ্বি সৌমিত্র দা
অশেষ ধন্যবাদ নিবেন–
সরল মনের সরল কবিতা। অভিনন্দন কবিবাবু।
ঠিক তাই রিয়া দিদি
অশেষ ধন্যবাদ নিবেন