বয়স আমার যতই বাড়ুক কমে নারে মোহ,
চির তরুণ মনটা আমার অসাড় নিথর দেহ!
কৃষ্ণচূড়ার লাল রঙে প্রাণ রাঙাই বারো মাস,
তারুণ্য হারানো দেহে প্রবীণ দীর্ঘশ্বাস!
যৌবনের সে স্মৃতিগুলো নেয় কেড়ে নেয় ঘুম,
বয়স ভীষণ বেড়ে গেছে ভুলি বেমালুম!
দূরন্ত সে ছুটে চলার দিনগুলো আর নেই,
শেষ সময়ে এসে তাইতো চড়া মূল্য দেই!
রাত্রি জেগে অশ্রু ঝরাই শুধুই অতীত ভাবি,
এমনি ভাবে পূব আকাশে ওঠে তরুণ রবি।
চনমনে সে আলোয় আমি বৃদ্ধ হয়েই রই,
নরত্ব বীরত্বপূর্ণ সে দিনগুলো কই?
অপার মোহ হৃদয় জুড়ে করে বসবাস,
তারুণ্য হারানো মানে বিশাল সর্বনাশ!
বয়স এমন ফুরিয়ে গেলে হয়না তাঁর উত্থান,
দুর্বলতার মাঝে প্রাণের তারুণ্য সন্ধান!
বীরত্বের অবসান হয়ে দুর্বলতার আধিক্য,
বাধ্য হয়ে বরণ করা অভিশপ্ত বার্ধক্য!
শক্তি সাহস স্নেহ সবই হলেও বিপন্ন,
জীবনসন্ধ্যার ঘোরে খুঁজি ব্যকুল তারুণ্য!!
"কৃষ্ণচূড়ার লাল রঙে প্রাণ রাঙাই বারো মাস,
তারুণ্য হারানো দেহে প্রবীণ দীর্ঘশ্বাস"!
-বাহ!
ধন্যবাদ আর শুভকামনা জানাই কবি।
ভালো থাকুন।
সত্য কবিতায় শুভেচ্ছা মি. নূর ইমাম শেখ বাবু। ধন্যবাদ।
ধন্যবাদ আর শুভকামনা জানাই প্রিয়।
ভালো থাকুন।
ভালো লিখেছেন কবি বাবু ভাই।
ধন্যবাদ আর শুভকামনা জানাই প্রিয়।
ভালো থাকুন।
দারুণ কবি বাবু দা।
ধন্যবাদ আর শুভকামনা জানাই প্রিয়।
ভালো থাকুন।