আমি চাই,
একটা বিকেল- দোতলার বেলকুনি- মাঝের গোলটেবিলে ধোঁয়া ওঠা দুটো কফির কাপ- মুখোমুখি দুটো চেয়ার- দুটি মানুষ- কিছুটা সময়- অনেকখানি সাহস…
আমি চাই,
একটা সন্ধ্যা- বেলিফুলের সুবাস জড়ানো, পশ্চিমের কমলা রঙের আকাশে চেয়ে থাকা মুহূর্ত- ঘরে ফেরা পাখিদের মতো একটা আশ্রয়- ল্যাম্পপোস্টের মতো দাড়িয়ে থাকা অপেক্ষারত একটা মানুষ….
আমি চাই,
একটা রাত- একটা অদ্ভুত রাত- অদৃশ্য ভালোবাসার হাত ধরে অচেনা স্পর্শের স্বাধ…
আমিও প্রেমিক হতে চাই.. প্রেমিক হতে চাই.. প্রেমিক হতে চাই…
শুভেচ্ছা জানবেন মি. মল্লিক।
কবিতার জন্য শুভকামনা দাদা।
কবি আপনি প্রেমিক হয়ে উঠুন। অগ্রীম শুভেচ্ছা রাখলেম। এগিয়ে যান।