ব্রিগেড ব্রিগেড

ব্রিগেড ব্রিগেড

এত উচ্ছ্বাস দেখিওনা
সামনে লম্বা পিছল খাঁড়ি।

চোরাগোপ্তা খুনের কালো
শুকনো রক্তদাগ ডিভাইডার এঁকেছে।

পতপত করে কঞ্চির ডগায়
উড়াও শার্টের ছিন্ন অংশ।

সেই ছেলেটিকে স্মরণ কর
মাত্র একুশ সীমান্ত পেরিয়েছিলো।

সেই মেয়েটিকে স্মরণ কর
দুপায়ের ফাঁকে জরাসন্ধ বধের সত্যি গল্প।

এখনই আত্মহারা হয়োনা
অন্ধকার আরো ঘন হতে চলেছে।

এসো আজ আলোর গল্প বলি
এসো আজ অন্ধকার ভাঙার রাস্তা গড়ি।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

16 thoughts on “ব্রিগেড ব্রিগেড

  1. এসো আজ আলোর গল্প বলি
    এসো আজ অন্ধকার ভাঙার রাস্তা গড়ি। __ এটাই হচ্ছে মূল এবং প্রগতির কথা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. এসো আজ আলোর গল্প বলি 

    এসো আজ অন্ধকার ভাঙ্গার রাস্তা গড়ি ।

    কবিতাটির সার্থকতা এখানেই কবি দাদা।

    সুন্দর প্রকাশ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

     

  3. এসো আজ আলোর গল্প বলি
    এসো আজ অন্ধকার ভাঙার রাস্তা গড়ি।

     

    দারুণ লিখলেন কবিবর।  সুন্দর উপস্থাপনা।

    কাব্যিকতা ভালো।  বিষয়বস্তু সহজ, সুন্দর ও সাবলীল।

     

    আলোর সন্ধানে আছি।  মুছে যাক অন্ধকার কালো

    খুঁজে পেতে চাই আলোর ঠিকানা।

    কে বলে দেবে আলোর ঠিকানা।

    এটাই জিজ্ঞাসা।

     

    প্রাণ ভরে লিখুন কবি।
    সমৃদ্ধ হোক আমার, আপনার, আমাদের
    সকলের লেখায় এই শব্দনীড়ের পাতা।

    আপনাকে জানাই পবিত্রতম হ্যাপি প্রপোজ ডে (প্রস্তাব দিবস)-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক সাথে থাকুন, পাশে রাখুন সকলের পাশে দাঁড়ান জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

    1. আপনাকেও জানাই হ্যাপি প্রপোজ ডে এর আন্তরিক প্রীতি এবং ভলেোবাসা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।