হিংসার রাত

😫 – হিংসার রাত

কুয়াশায় ভিজছে অন্ধকার রাত
তুই পা রাখতেই আলোকিত ছাদ;

তুই চাঁদে ভিজছিস ছাদে
আমি ভিজে যাচ্ছি হিংসায়;

কুয়াশা ছুঁয়ে যাচ্ছে তোকে
ছুঁয়ে দিচ্ছে রাত
ছুঁয়ে দিচ্ছে চাঁদনি
ছুঁয়ে যাচ্ছে চাঁদ
হিংসে তোকে কুয়াশা
হিংসে তোকে চাঁদ
হিংসে তোকে চাঁদনি
হিংসে তোকে ছাদ;

ওম ওম ভালোবাসায়
সবাই ছুঁয়ে আছে তোকে
ফাটা ফাটা ঠোঁট আমার শীতার্ত রাতে
আর মন পুড়ছে হিংসায়।

3 thoughts on “হিংসার রাত

  1. "ওম ওম ভালোবাসায়
    সবাই ছুঁয়ে আছে তোকে
    ফাটা ফাটা ঠোঁট আমার শীতার্ত রাতে
    আর মন পুড়ছে হিংসায়।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।