চট জলদি খিচুড়ি
কর্মব্যস্ত জীবনে রান্নার জন্য বেশি সময় খুঁজে পাওয়া ভার। বিশেষ করে যারা একা হোস্টেলে থাকেন কিংবা অনেকটা সময় অফিসে থাকেন তারা রান্নার সময় খুঁজে পান না। কেমন হয় যদি মাত্র ১৫ মিনিট সময়েই খিচুড়ি রান্না করতে পারেন? চলুন আজ জেনে নিই কীভাবে ওভেনে কম সময়ে মজাদার খিচুড়ি রান্না করবেন তার রেসিপি-
যা যা প্রয়োজন:
পোলাও চাল- ১ কাপ। মশুর ডাল- ১ কাপ। দারুচিনি- ২ টুকরো। বড় এলাচ- ২টি। লং- ৪টি। সবুজ এলাচ- ৪টি। তেজপাতা- ২টি। কাঁচামরিচ- ৪/৫টি। আদা বাটা- ১ চা চামচ। রসুন বাটা- ২ চা চামচ। ঘি- ২ টে চামচ। লবণ- ১ চা চামচ। ধনে গুড়া- ২ চা চামচ। হলুদ গুড়া- অল্প। পেঁয়াজ- ১/২ কাপ। রান্নার তেল- ২ টেবল চামচ।
পছন্দের সবজি- ১ কাপ
গরম পানি- ৩ কাপ (চালের জন্য ডাবল আর ডালের জন্য সমান সমান নিতে হবে)
প্রণালি : একটা ওভেন প্রুফ বাটিতে সব্জি আর ঘি ছাড়া সব উপকরণ দিয়ে এক সাথে ভালো করে মাখিয়ে নিন। এবার পানি দিন। বাটিটাকে ঢাকনা দিয়ে আটকে দিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দিন। ওভেনের টাইমার সেট করবেন ১০ মিনিট। যেভাবে খাবার গরম করেন সে মুডেই খিচুড়ি বসাবেন। ১০ মিনিট পর খিচুড়ি নামিয়ে ভালো করে নেড়েচেড়ে সবজি মেশাবেন। কাঁচামরিচ দেবেন। ওপরে ঘি ছড়িয়ে দেবেন। ওভেনে আবার খিচুড়ির বাটি বসিয়ে ৫ মিনিট সেট করে ওভেন অন করবেন। ওভেন অটো অফ হয়ে গেলেও আরও পাঁচ মিনিট রেখে দেবেন খিচুড়ি, ওভেনের ভেতরেই। তারপর নামিয়ে পরিবেশন করুন মজাদার সবজি খিচুড়ি।
মনে রাখবেন : ঢাকনাটা যেন একটু আলগা করে বসানো থাকে। সিল হয়ে না যায়। চেপে বন্ধ করবেন না। আর পানি জাতীয় সবজি ব্যবহার করবেন না।
হুম। শীত আর বৃষ্টিতে এমন আয়োজন করে কেউ দাওয়াত দিলে মন্দ হয় না।
দারুণ রেসিপি। কাজে লাগোবো নিশ্চয়ই। যদিও আমারটা একটু ভিন্ন হয়। দেখি এভাবে করে স্বাদ খানিকটা বাড়ানো যায় কিনা। ধন্যবাদ দিদি ভাই।
রেসিপি জানলাম ঠিকই। তবে ছবি দেখে ইন্সটেন্ট লোভ হলো।
দারুণ রেসিপি ! শিখে নিলাম। নিজের ঘরের রান্নার কাজে লাগবে। ধন্যবাদ অজস্র।