সময়ের সাথে যুদ্ধ আমার
আমার জন্য বন্ধু তুমি অপেক্ষায় থেকো না,
আমি সময়মতো কখনো আসতে পারবো না।
আমি আছি বন্ধু এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে,
সৈন্যদল হলো সময়, যুদ্ধ চলছে দিনে রাতে।
পারি না বন্ধু, পারি না, ঐ সময়ের সাথে,
সময় বড় শক্তিশালী, কিন্তু অস্ত্র নেই হাতে।
সময়কে পারি না ধরতে, পারি না থামাতে,
সময় চলছে তার আপন মনে, দিনে আর রাতে।
সকালে দেখি সময় আছে, সূর্য মাথার উপর,
বিকেলে দেখি নেই সময়, হয়ে গেল রাতদুপুর।
কখন যে চলে যায় সময়, ধরতে না আর পারি,
তাই সময় নেই সময় নেই বলে, করি আহাজারি।
সনয় নেই বন্ধু আমার, যদি পারো ক্ষমা করে দাও,
সময়ের সাথে জিতবো কীভাবে? আমায় বলে দাও!
সময়টাকে যদি ধরতে পারি, রাখবো খাচায় ভরে!
সেদিন বন্ধু দিবো সময়, তোমার মনের মতন করে।
"সময়কে পারি না ধরতে, পারি না থামাতে,

সময় চলছে তার আপন মনে, দিনে আর রাতে।" ___ সময় চিরন্তনী।
সময়ের সাথে যুদ্ধ আমাদের।
সময় হচ্ছে সময়ের নিয়ামক। সময় আমাদের বেঁধে রেখেছে সময়ের বন্দীশালায়।
দারুণ একটি কবিতা প্রিয় নিতাই বাবু।