অণুগল্প : এ_কোন_আমি

কিছু কিছু অণুগল্প গল্পকারের বিশেষ কিছু অণুমুহুর্তের সাথে সম্পৃক্ত থাকে। নিজের থেকে নিজেকে বেশী আর কে চিনে? নিজের অনুভব কে তো আর গল্পকারের কল্পনা থেকে নেয়া লাগে না..

এরকম একটি অণুগল্প ‘এ কোন আমি’ আমার টানা গোলাম জীবনে এমনই এক মাঘের রাতে লিখেছিলাম। শেয়ার করছিঃ

#এ_কোন_আমি?
______________

নিজের গোলাম জীবনের এক অণুক্ষণে একজন গোলাম আমান একচিলতে আলোর প্রত্যাশায় গরাদের সামনে একা। বন্ধুর সাথে একটু আগের বলা কথাগুলো ভাবছে একা একা। বলছে কথা, একার সাথে একা।

‘বাবার সাথে থেকে থেকে বড্ড স্বাধীনভাবে বাঁচতে শিখেছিলাম.. নাকটা কি তাই বাবার মতই এতটা উঁচু?
এখন কেবল নাকটাই রয়ে গেছে.. বাবা নেই.. কিছুই নেই..।
এ কোন জীবনে কে আমি?’

হাহাকারগুলো ছ’তলার টপ ফ্লোরের একশ’ ত্রিশ বর্গফুটের রুমটিতে পাক খেতে থাকে।।

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

10 thoughts on “অণুগল্প : এ_কোন_আমি

  1. যাপিত জীবনের এই অণু কথন আমাদের অনেকের সাথেই মিলে যাবে নিশ্চিত।
    ভালো থাকুন মি. মামুন। ধন্যবাদ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।