কিছু কিছু অণুগল্প গল্পকারের বিশেষ কিছু অণুমুহুর্তের সাথে সম্পৃক্ত থাকে। নিজের থেকে নিজেকে বেশী আর কে চিনে? নিজের অনুভব কে তো আর গল্পকারের কল্পনা থেকে নেয়া লাগে না..
এরকম একটি অণুগল্প ‘এ কোন আমি’ আমার টানা গোলাম জীবনে এমনই এক মাঘের রাতে লিখেছিলাম। শেয়ার করছিঃ
#এ_কোন_আমি?
______________
নিজের গোলাম জীবনের এক অণুক্ষণে একজন গোলাম আমান একচিলতে আলোর প্রত্যাশায় গরাদের সামনে একা। বন্ধুর সাথে একটু আগের বলা কথাগুলো ভাবছে একা একা। বলছে কথা, একার সাথে একা।
‘বাবার সাথে থেকে থেকে বড্ড স্বাধীনভাবে বাঁচতে শিখেছিলাম.. নাকটা কি তাই বাবার মতই এতটা উঁচু?
এখন কেবল নাকটাই রয়ে গেছে.. বাবা নেই.. কিছুই নেই..।
এ কোন জীবনে কে আমি?’
…
হাহাকারগুলো ছ’তলার টপ ফ্লোরের একশ’ ত্রিশ বর্গফুটের রুমটিতে পাক খেতে থাকে।।
যাপিত জীবনের এই অণু কথন আমাদের অনেকের সাথেই মিলে যাবে নিশ্চিত।
ভালো থাকুন মি. মামুন। ধন্যবাদ।
জি ভাইয়া। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

গল্পটি পড়লাম।
গল্পটি পড়ার শুভেচ্ছা রইলো।
শুভেচ্ছা প্রিয় গল্প দা।
আপনাকেও শুভেচ্ছা প্রিয় রিয়া দিদি। ভালো থাকুন সবসময়।

শুভকামনা মহ. আল মামুন ভাই।
ধন্যবাদ কবিদা'
শুভেচ্ছা আপনার জন্যও নিরন্তর…

ভালো লাগছে গল্প ।শুভকামনা রইলো ।
আপনার ভালো লাগা লেখকের লেখায় প্রেরণা হলো জানবেন। শুভেচ্ছা…