পাখির ডানায় রোদ
রোদের ডানায় পাখি
আমার ডানায় তুই
তোর মনে আমি
তোকে নিয়ে মনউড়াল
অনেক দূরে তুই
তোর কান্না সাগর
আমার নীলাকাশ
তুই কান্নায় ভাসিস
আমার উড়ে চলা
চোখে স্বপ্ন মনে তুই
ভালোবাসার কথা বলা
একদিন ভালোবাসতে বাসতেই অনেক দূরে উড়ে যাব আমি
ফিরে না আসলে কান্নায় ডুববি তুই
তারপর আকাশ আর সাগর মিশে যাবে নীলে
ঐ বহু বহু দূরে
নীল তো ভালোবাসারই রঙ
তাই না রে?
আসলেই তাই যাযাবর ভাই। জীবনের টানাপোড়েনে এমনটাই বোধকরি ভাবতে হয়।
আপনার লেখার ধরণ ধারণ আমার অসম্ভব প্রিয় জীবন বাবু।
'একদিন ভালোবাসতে বাসতেই অনেক দূরে উড়ে যাব আমি
ফিরে না আসলে কান্নায় ডুববি তুই
তারপর আকাশ আর সাগর মিশে যাবে নীলে
ঐ বহু বহু দূরে …'
নীল তো ভালোবাসারই রঙ
তাই না রে?
* হুম…