বন্ধুর চেয়ে একটু খানি বেশি

বন্ধুর চেয়ে একটু খানি বেশি

নীরব নিশুতি রাতের চোখে স্বপ্ন নীড় বাঁধা
মেঘের আঁচল শুভ্র জ‍্যোৎস্নায় ঢাকা
আমি তোমার জন্য হলুদ গোলাপ রেখেছি
তুমি বন্ধুর চেয়ে একটু খানি বেশি,
তোমার জন্য কবি হতে চেয়েছি
প্রেমিকা হতে পারিনি :
অথচ সে সত‍্য কথা
আজ ও তুমি মাননি !

আমি গোলাপ হতে চেয়েছি, শিশির স্বপ্ন ছুঁয়ে থাকব বলে
আমি থোকা থোকা হাসনাহেনা হয়ে ফুটেছি
শিশির স্বপ্ন মাখবো বলে ,
শেষ বিকেলে বকুল হয়ে ঝরেছি
শিশির কষ্ট স্পর্শ করব বলে….
সবুজ ঘাসে,
মাঠে-ঘাটে ধানের শীষে
সবুজ পাতায় শিশির উত্তাপ ভালোলাগে ।

নিঃশব্দে সবুজ অরণ্য শিশির নিঃশ্বাস ছুঁয়ে আছে
সোনালী ভোরের ডানাকাটা ঠোঁটে টুপটাপ
শিশির শব্দে —
রূপ কথার গল্প জমে ওঠে..
অন‍্য রকম এক পৃথিবীর বুকে:

আমি কামিনী হয়ে শিশির বুকে
থাকতে পারি —
আমি বেলী, গন্ধরাজ, রজনীগন্ধা,কেয়া কদম
হয়ে ফুটতে পারি
শিশির শব্দে হারাবো বলে !

তুমি বন্ধু আমার একটু খানি বেশি,
তুমি প্রেমিক হতে চেয়োও না
যে কথা সত্য নয় —
আমি মানি না ।

07.02.2019

12 thoughts on “বন্ধুর চেয়ে একটু খানি বেশি

  1. আমি গোলাপ হতে চেয়েছি, শিশির স্বপ্ন ছুঁয়ে থাকব বলে
    আমি থোকা থোকা হাসনাহেনা হয়ে ফুটেছি
    শিশির স্বপ্ন মাখবো বলে।

    ___ স্বাগত অভিনন্দন কবি হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ প্রিয় কবি বন্ধু। শুভ কামনা সহ শুভেচ্ছা আপনার জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. যদি কথা দাও….

      যদি পাশে থাকো

      যদি হাতটি ধরো,

      যদি এক পথে পা রাখ

      কথা দিলাম বন্ধু হয়ে আজন্ম কাল থাকব পাশে ।হা হাহা 

      কবি দিদি রিয়া ভাই শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      কবি রিয়া দি 'ভাই , অনেক দৌড়ের ওপর আছি।মানে অনেক ব‍্যস্ততার মধ্যে সময় কাটছে। সময় মত রিপ্লাই দিতে পারছি না। আমি সত্যিই দুঃখিত!

  2. আমি কামিনী হয়ে শিশির বুকে
    থাকতে পারি —
    আমি বেলী, গন্ধরাজ, রজনীগন্ধা,কেয়া কদম
    হয়ে ফুটতে পারি
    শিশির শব্দে হারাবো বলে !

     

    * মুগ্ধতা রেখে গেলাম কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ সহ শুভ কামনা রইলো কবি , সুন্দর মন্তব্যের জন্য। শুভেচ্ছা সতত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপু, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য। প্রিয় কবি আপু।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।