ঝরা বকুল

– এইচ এম শরীফ
বকুল তলায় ঝরছে বকুল দেখে যাও,
মণিবন্ধে বাঁধব রাখি হাত বাড়াও।

শীত সকালে বকুল তলায় শীতল হাওয়া,
সৌরভে মন কিসের নেশায় মাতাল পাওয়া।

আসবে বলে অনন্ত সুখ জাগে মনে,
সোহাগ-ডোরে বাঁধব তোমায় প্রাণের সনে।

পুষ্প পেলব নিটোল দেহের ওমের ঝর,
মিষ্টি রোদে আঁকবে চোমু সুখ-বিভোর।

তারুন্য ঝর বইছে সদা শরীর পর,
নিত্য দিনই প্রাণের চাওয়া,সয় না তর।

ঝরা বকুলে গাঁথব মালা রোমান্টিক,
আসবে তুমি কোন একদিন ঠিক ঠিক!

কবিতাটি পুনঃপ্রাকাশিত (শব্দনীড়ে আমার সমস্ত লেখা মুছে গেছে)

এইচ এম শরীফ সম্পর্কে

হেরো আপন হৃদয়মাঝে বিশ্ব যেন তোমার স্বদেশ|| সৌহার্দ্য হোক বিশ্বজনীন অকৃত্রিম এক হৃদ্যতা' রেশ|| বিশ্বজনীন সৌহার্দ্য মোর অখিল বিশ্বব্যাপী। হৃদয়জুড়ে জেগে আছে হিতৈষী এক ছবি।

13 thoughts on “ঝরা বকুল

  1. ভালো আইডিয়া মি. এইচ এম শরীফ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    শব্দনীড় ডেটাবেজ থেকে হারিয়ে যাওয়া আগের লিখা গুলোন আপনি অনায়াশে শেয়ার করতে পারেন। সেটাই সঠিক হবে। অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। :)

    1. শব্দনীড় ডেটাবেজ থেকে হারিয়ে যাওয়া আগের লিখা গুলো কী আবার ফিরে পাবার আশাকরা

      যায় না কী!

  2. অনেকদিন পর পূর্ণাঙ্গ একটি লিখা পড়লাম যেন বন্ধন ভাই। কংগ্র্যাটস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক লেখার কোনটাই আর শব্দনীড়ে অবশিষ্ট পাইনি। এটা আমারই দুর্ভাগ্য। ধন্যবাদ আপনাকে

  3. ঝরা বকুলে গাঁথব মালা রোমান্টিক,

    চমৎকার প্রকাশ কবি বন্ধু সেতুবন্ধন। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।