আমার জন্য বাঁচো
তুমি তারা খুঁজো না
আমি তোমায় মন দেব
তুমি আমায় খুঁজো না —
আমি তোমায় খুঁজে নেব ,
গহীন অরণ্যে সবুজ পাতায় শিশিরের শব্দ
জল নূপুর টুপটাপ বাজে ।
আমি দুঃখ পাখি
তোমায় দু’হাত ভরে সুখ দেব ,
তবু কেন, সমুদ্রের জলে দীর্ঘ নিঃশ্বাস
আমার জন্য তুমি বাঁচো :
আর আকাশের চাঁদ খুঁজো না
আমি তোমায় এক মন ভালোবাসা দেব
তুমি পৃথিবী খুঁজো না ,
আমি তোমায় দু’চোখ ভরে স্বপ্ন দেব
আকাশের সব তারা, চাঁদ, সূর্য, পৃথিবী
সমুদ্রের বিলাপ সব আমার মধ্যে ;
তুমি আমার জন্য বাঁচো —
আমি তোমার জন্য স্বপ্ন দেখা জীবনের
ভোর এনেছি ,
এ ভোরের অন্য রকম মানে আছে !
এখনো জীবনের নিঃশব্দ ভোরে পাখিরা গেয়ে ওঠে
সবুজ মায়ায় বকুল কুড়ানো ভোর জেগে ওঠে ,
তুমি আমার জন্য বেতফল কুড়ানো সন্ধ্যা গুলো তুলে রেখ নীল খামে — বেদনার রঙে!
এই শ্রাবণে তুমি সাদা মেঘে বৃষ্টি হয়ে ঝরছো
তারা হয়ে জ্বলছো —
চাঁদ হয়ে হাসছো,
গোলাপ হয়ে ফুটছো
সন্ধ্যা হয়ে নামছো
দিনের শরীরে রৌদ্দুর মাখছো,
আর আমি…
শুধু তোমার
জন্য দুঃখ মেয়ে হয়েছি !
অনুভূতিতে আমি তোমার হাত ছুঁয়ে থাকি সারাবেলা
তুমি চোখ সরিয়ে রেখে না
হৃদয়ে আমায় রেখো,
আর না হলে মরেই যাব
তুমি শুধু আমার জন্য বাঁচো !
08.02.2019
'আমি তোমায় দু’চোখ ভরে স্বপ্ন দেব
আকাশের সব তারা, চাঁদ, সূর্য, পৃথিবী
সমুদ্রের বিলাপ সব আমার মধ্যে ;
তুমি আমার জন্য বাঁচো — '
চমৎকার শব্দ কল্প। অভিনন্দন প্রিয় কবিবন্ধু হাসনা হেনা রানু। শুভ সকাল।
অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি বন্ধু আজাদ ভাইয়া। শুভেচ্ছা নিরন্তর।
পছন্দ করার মতো একটি কবিতা উপহার দিয়েছেন দিদি ভাই। অভিনন্দন।
ধন্যবাদ কবি বন্ধু রিয়া। শুভেচ্ছা নিন।
চমৎকার কবিতা বোন হাসনাহেনা রানু।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ কামনা আপনার জন্য দাদা।