কুয়াশার ঝাঁপি খোলা রোদ
শাদা কাগুজে চিনি দধি মিশ্রিত কালোজাম
টকজল গন্ধ ওড়ে
মাছি ওড়ে, মানুষ ওড়ে…
পিঁপড়ার গুটি পা ক্যাশপ্যাট থেকে বাঁকা পথ ঘুরতে ঘুরতে
টিস্যুর মত পরিত্যক্তায় জমাট বাঁধে
দীর্ঘ ধূলির ভেতর গ্রাম ও শহর
সঞ্জীবিত সংযোগ, গল্পজোট, ধ্রুব পুরস্কার;
আজকের, ঘষামাজা সামাজিক তরুণের অভিমুখ
এক কাপ লাল চায়ের ফিরফিরে ফুঁ,
উষ্মতার ধোঁয়া, মন্থ পাঠের লোকালয়-
তীর্থঘোড়ার বেতাল ক্ষুরশব্দ, কুয়াশার ঝাঁপি খোলা রোদ
সৌমিত্র রঙের সকল গুমোটের খোলস ভাঙে।
দীর্ঘ ধূলির ভেতর গ্রাম ও শহর
সঞ্জীবিত সংযোগ, গল্পজোট, ধ্রুব পুরস্কার;
অসাধারণ উপমাময় কবিতা প্রিয় কবি দা। :yes:
ভাল লেগেছে ভাই।
সুন্দর লিখা কবি সুলতান ভাই।
"তীর্থঘোড়ার বেতাল ক্ষুরশব্দ, কুয়াশার ঝাঁপি খোলা রোদ
সৌমিত্র রঙের সকল গুমোটের খোলস ভাঙে।"
___ চমৎকার প্রিয় কবি মি. টিপু সুলতান।