একুশের গান

বাংলার ভাষা মায়ের ভাষা
যারা মাতৃভাষার তরে,
দিল বলিদান কত শত প্রাণ
মোদের বাংলার পরে।

আকাশে বাতাসে শুধু ভেসে আসে
অমর একুশের গান,
মাতৃভাষা শহীদ দিবসে মোদের
জাগিয়া উঠিছে প্রাণ।

রক্তের বিনিময়ে ভাষার সংগ্রামে
শত প্রাণ বলিদান,
শহীদ স্মৃতিতে অমর একুশে
রাখিল দেশের মান।

অমর একুশে ভাষা দিবসে
স্মৃতি কোণে গাঁথা রয়,
সন্তান হারা কত না মায়ের
আজও অশ্রুধারা বয়।

হল বলিদান কত শত প্রাণ
বাংলা মাতৃভাষা তরে,
কত না যন্ত্রণা সহিলাম মোরা
কত শত বছর ধরে।

মাতৃভাষার দিবসে আজিকে
সেই ব্যথা বুকে বাজে,
যাঁদের রক্তে হলো রঞ্জিত
ধূলি কণা ধরা মাঝে।

শত তরুণের তাজা খুনে আজ
উদিল অরুণ রবি,
যেদিকে তাকাই দেখিবারে পাই
শহীদ তরুণ ছবি।

সন্তান হারা মায়েদের অশ্রু
আজও অবিরত ঝরে,
বাংলার ভাষা মায়ের ভাষা
লেখা রক্তাক্ত অক্ষরে।

বুকের রক্তে লিখেছে যাঁরা
বাংলা ভাষার নাম।
স্মরণ করি আজিকে তাঁদের
জানাই লাল সেলাম।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

7 thoughts on “একুশের গান

  1. "সন্তান হারা মায়েদের অশ্রু আজও অবিরত ঝরে,
    বাংলার ভাষা মায়ের ভাষা লেখা রক্তাক্ত অক্ষরে।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অভিনন্দন জানাই বাঙলা মায়ের দামাল সন্তানদের। একুশের শুভ কামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. রক্তের বিনিময়ে ভাষার সংগ্রামে
    শত প্রাণ বলিদান,
    শহীদ স্মৃতিতে অমর একুশে
    রাখিল দেশের মান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. অমর একুশের গান আজও ধারণ করে চলি। অন্তরে অন্তরে মেধা এবং মননে।

  5. শত তরুণের তাজা খুনে আজ
    উদিল অরুণ রবি,
    যেদিকে তাকাই দেখিবারে পাই
    শহীদ তরুণ ছবি।

     

    * ভাষা শহিদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা… 

  6. সুন্দরের বহিঃপ্রকাশ । মাতৃভাষা হোক সত্যকার ভালোবাসায় মোড়ানো । শুভকামনা, কবি ।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।