বৃদ্ধাশ্রম

সদ্য বিয়ে করেছে ছেলেটা তারই পছন্দ অনুযায়ী। ছেলের পছন্দ আর ভাল থাকার জন্যই বিয়ে নিয়ে রফিক সাহেব কোনরকম দ্বিমত করেন নি। সব কিছু মেনে নিয়েছিলেন তিনি, কিন্তু এও কি নিয়তি ছিল যে শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রমে বাকি জীবনটা কাটাতে হবে। এই বৃদ্ধ বয়সে এসে একটু পরিবারের পাশে থাকতে চান, রক্তের বন্ধন এর চেয়ে শান্তি আর কোথায় থাকতে পারে ? কিন্তু এ কী শুনছেন তিনি ? নিজের কানে বিশ্বাস হচ্ছে না একমাত্র ছেলে শামীম এর বউ মিলার দিকে তাকিয়ে আছেন তিনি…….
.
— বাবা, আসলে আপনার ছেলে ঠিক করেছে আপনার পুরনো বন্ধু ঐ যে, আলমগীর চাচা যেখানে আছেন আপনাকে ওখানে রেখে আসবে। আমিও নতুন চাকরী পেয়েছি। আপনি বাসায় একা থাকলে আমাদের চিন্তা হবে। আর ওখানে নাকি আরও অনেক লোক থাকে আপনারই বয়সের কাছাকাছি। এখানে গেলে আপনার সময়ও কাটাবে, ভালই থাকবেন। আমরা প্রতি শুক্রবার ছুটির দিনে আপনাকে দেখে আসবো।

কথা গুলো শুনে বুকটা ছিঁড়ে যেতে চাইছে যেন। মাথায় পুরো আকাশটা ভেঙে পরছে, চোখের জল বেরিয়ে আসতে চাইছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে খুব। পুরুষ হয়ে জন্ম নিয়েছেন, কাঁদলেও বড্ড বেমানান লাগে, পাঞ্জাবীর হাতায় চোখ মুছতে মুছতে রুমে চলে গেলেন তিনি…….
.
বড্ড অসহায় লাগছিল তার,
চোখ ভিজে উঠল প্রচন্ড আত্মমর্যাদা সম্পন্ন এই ষাটোর্ধ ব্যক্তিটির।
চুপচাপ বসে রইলেন,
ভাবছেন তিনি এতই কী বিরক্তিকর ?
এতই কী অসহনীয় হয়ে পড়েছেন ?
কী করে তিনি বৃদ্ধাশ্রম এ বাকীটা সময় পার করবেন প্রিয় পুত্রকে ছেড়ে ?
এসময়ের একাকীত্বের সঙ্গী কে হবে ?
এসব ভাবতে ভাবতেই
পায়ে সেন্ডেল দিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন অজানা উদ্দেশ্যে ।
ছেলে তাঁকে আড়াল করার জন্যে বৃদ্ধাশ্রমে রেখে আসার আগে তিনিই আড়াল হয়ে যেতে চান……….!!!
.
আর কত বাবাকে এভাবে নিরবে কাঁদতে হবে ? আর কত বাবা এভাবে হারিয়ে যাবে একাকী ? আমাদের বিবেক কি একটুও কাঁপেনা যে বাবা মাথা ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন সেই বাবাকে কিভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসে…….???

16 thoughts on “বৃদ্ধাশ্রম

  1. দুঃখজনক হলেও আপনার শেষের প্রশ্ন আমার মাথায়ও আসে, উত্তর খুঁজে পাই না। :(

  2. আমাদের বিবেক কি একটুও কাঁপেনা যে বাবা মাথা ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন সেই বাবাকে কিভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসে…….? :(

    1. সত্যিই তাই, আল্লাহ এই সব ছেলে মেয়েদের হেদায়েত দান করুন……..

  3. আর কত বাবাকে এভাবে নিরবে কাঁদতে হবে ? আর কত বাবা এভাবে হারিয়ে যাবে একাকী ? আমাদের বিবেক কি একটুও কাঁপেনা যে বাবা মাথা ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন সেই বাবাকে কিভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসে…….

    * সভ্যতার এক করুণ আধ্যায়ের নাম বৃদ্ধাশ্রম। 

    1. সভ্যতার এক করুণ আধ্যায়ের নাম বৃদ্ধাশ্রম।

      কোন বাবা মায়ের শেষ ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয়………….

  4. বৃদ্ধকালের জন্য সবার নিজস্ব সঞ্চয় থাকা উচিত। আমার ইচ্ছে করে গ্রামের বাড়িতে একটা সুন্দর কটেজ বানিয়ে নিজের মতো করে থাকতে। আমার সংগী হবে আমার প্রিয় গান, আমার বই, আমি নিজে। আর গরীব কাউকে পারলে সাহায্য করা উচিত। এরাই একসময় পাশে এসে দাঁড়ায়। 

    শুভেচ্ছা জানবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।