এই তো ধরেছি হাত

আজ প্রেমের দিন। বানিজ্যিক সংস্থারা এই দিনটিও নির্ধারণ করে দিয়েছেন। প্রেম আছে কি নেই, আমার জীবনে তার প্রভাব নিয়ে রচনা লিখতে যাচ্ছি না। আসুন আজকের দিনে একটা প্রেমের কবিতা পড়ি।
***************

এই তো ধরেছি হাত

এইতো ধরেছি হাত চলো
হেঁটে যাই মোহনায় সুখে
এইতো এসেছি কাছে বলো
যা কিছু জমানো আছে বুকে

মোহনায় স্রোত আছে যতো
তারা কি আমায় কাছে ডাকে?
পরিযায়ী পাখিদের মতো
মেঘ জমে প্রিয় মৌচাকে?

হঠাৎ বালিশে ঘুম নামে
সারারাত একা বসে থাকা
জেগে আছো এই মধ্যযামে?
এই পথ শুধু আঁকাবাঁকা?

একফোঁটা আলো ফেলে মনে,
রামধনু থমকে মিনারে
আধোসুখে জলছবি এঁকে
সুখ ভাসে মেঘের কিনারে।

ঝিরিঝিরি নদীটির বাঁকে,
রাত নামে নিয়ে অবসর
কেউ কি রেখেছে মনে আজও?
রাত জাগা চোখের খবর।

পথ ভোলা অন্ধকার রাতে
নাভি ঘেঁষে চাঁদ ওঠে দেখো,
উদাসীন এলোমেলো সুখে,
এ ভাবেই হাতে হাত রেখো।

_________
রিয়া চক্রবর্তী।

12 thoughts on “এই তো ধরেছি হাত

  1. "পথ ভোলা অন্ধকার রাতে, নাভি ঘেঁষে চাঁদ ওঠে দেখো,
    উদাসীন এলোমেলো সুখে, এ ভাবেই হাতে হাত রেখো।"

    প্রত্যাশা পূরণ হোক প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভালোবাসা দিবসে আপনার লেখা এক অসাধারণ কবিতা পড়লাম, শ্রদ্ধেয় রিয়া দিদি। আপনার জন্য শ্রদ্ধা সহ এক নদী ভালোবাসা রেখে গেলাম। আশা করি ভালো থাকবেন।

  3. একফোঁটা আলো ফেলে মনে,

    রামধানু থমকে মিনারে

    আধোসুখে জলছবি এঁকে 

    সুখ ভাসে মেঘের কিনারে ।

    চমৎকার প্রকাশ রিয়া দিদি । মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি দিদি ভাই। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. অন্তর গলিয়ে লিখা কবিতা। প্রতিটা চরণ অসাধারণ; আবেদনে ভরা। 

    মন ভরে কবিতাটার স্বাদ নিয়ে গেলাম!

মন্তব্য প্রধান বন্ধ আছে।