কোনো এক অর্ধেক জীবন

কোনো এক অর্ধেক জীবন

অফুরন্ত রোদের পসরা সাজিয়ে উড়ে যায় মেঘ
অন্য কোনো রূপের আকাশে, জেগে থাকে তারাতন্ত্র
এই ডেস্কটপে ক্রমশঃই ঘুরতে থাকে একটি শাদা চাঁদ
ছিল হলুদ, এখন রঙবদল করে পেয়েছে প্রথম পরশ।

ভোরগুলো রাঙা হবার আগে, জলেরা ভিজিয়ে যায়
নদীর কিনার। আর চরের পাখিরা আবারও বর্ণকোলাহলে
মাতে ঋতুউৎসবে, একটা নতুন সুরের নাচন ধরা পড়ে
ভ্রাম্যমান পথিকের যাত্রাপথে, ধ্রুপদী কালের ক্যামেরায়।

আমারও ছবি তোলা হয়। কোনো এক অর্ধেক জীবন
ছুঁয়ে দেখি, তুমি তার ভাগীদার ছিলে-দহনের প্রিয় পরিজন।

4 thoughts on “কোনো এক অর্ধেক জীবন

মন্তব্য প্রধান বন্ধ আছে।