আমরা কী না খাই?
আমরা ভাত খাই, মাছ খাই,
ডিম খাই, শাক খাই, সবজি খাই,
তরকারি খাই, ডাল খাই, মাংস খাই,
বুট খাই, বাদাম খাই, চানাচুর খাই,
আমরা কী না খাই? সব খাই!
আমরা মুড়ি খাই, খই খাই,
দই খাই, মিষ্টি খাই, ছানা খাই,
মাখন খাই, মাঠা খাই, ঘোল খাই,
শরবত খাই,পুরি খাই, সিঙ্গারা খাই,
আমরা কী না খাই? সব খাই!
আমরা চটপটি খাই, ফোসকা খাই,
হালিম খাই, গ্রিল খাই, কাবাব খাই,
বিরিয়ানি খাই, রুটি খাই, বিস্কুট খাই,
চকোলেট খাই, পেপসি খাই, সোপ খাই,
আমরা কী না খাই? সব খাই!
আমরা সন্দেশ খাই, বাতাসা খাই,
মিশ্রী খাই, ঝোল খাই, তেল খাই,
বেল খাই, তরমুজ খাই, ভাঙি খাই,
আম খাই, জাম খাই, আপেল খাই,
আমরা কী না খাই? সব খাই!
আমরা আঙুর খাই, বেদানা খাই,
কিসমিস খাই, খেজুর খাই, রস খাই,
চিনি খাই, ঘি খাই, মধু খাই,
চুমু খাই, ঔষধ খাই, মসলা খাই,
আমরা কী না খাই? সব খাই!
আমরা চাইনিজ খাই, অনুষ্ঠান খাই,
গাছ খাই, পাতা খাই, ঘাস খাই,
ফুল খাই, ফল খাই, শিকড় খাই,
ছাল খাই, মূল খাই, আগাছা খাই,
আমরা কী না খাই? সব খাই!
আমরা মদ খাই, গাজা খাই,
আফিম খাই, ভাঙ খাই, নেশা খাই,
হুইস্কি খাই, বিয়ার খাই, চা খাই,
পান খাই, সুপারি খাই, জর্দা খাই,
আমরা কী না খাই? সব খাই!
আমরা গুল খাই, সিগারেট খাই,
বিড়ি খাই, তামাক খাই, ফেন্সি খাই,
হিরোইন খাই, বাবা খাই, ডাবা খাই,
ট্যাবলেট খাই, মাদক খাই, কোকেন খাই
আমরা কী না খাই? সব খাই!
আমরা ঈমান খাই, সততা খাই,
বিয়ে খাই, শাদি খাই, দাওয়াত খাই,
অনুষ্ঠান খাই, জন্মদিন খাই, বৌভাত খাই,
চল্লিশা খাই, সূন্নতে খাৎনা খাই, প্রসাদ খাই,
আমরা কী না খাই? সব খাই!
আমরা প্রেম খাই, ভালোবাসা খাই,
চাকরি খাই,টাকা খাই, পয়সা খাই,
হাওয়া খাই, বাতাস খাই, বাড়ি খাই,
ঘর খাই, জায়গা খাই,জমি খাই,
আমরা কী না খাই? সব খাই!
আমরা ধন খাই, সম্পত্তি খাই,
আসল খাই, সুদ খাই, ঘুষ খাই,
সাপ খাই, জোঁক খাই, ব্যাঙ খাই,
চুরি করে ধরা খাই, মার খাই, লাথি খাই,
আমরা কী না খাই? সব খাই!
আমরা দেশ খাই, মাটি খাই,
পোকা খাই, মাকড় খাই, কুঁইছা খাই,
গরু খাই, ছাগল খাই, হাঁশ খাই,
ফরমালিন খাই, মান খাই, ইজ্জত খাই,
আমরা কী না খাই? সব খাই!
আমরা সকালে নাস্তা খাই, দুপুরে খাই,
রাতে খাই, বিকালে খাই, ফরমালিন খাই,
বাসি খাই, পঁচা খাই, রাষ্ট্রের ঠেলা খাই,
মাংসের ভুনা খাই, পুলিশের ধুনা খাই,
আমরা কী না খাই? সব খাই!
আমরা ঈমান খাই, সততা খাই,
বিয়ে খাই, শাদি খাই, দাওয়াত খাই,
অনুষ্ঠান খাই, জন্মদিন খাই, বৌভাত খাই,
চল্লিশা খাই, সূন্নতে খাৎনা খাই, প্রসাদ খাই,
আমরা কী না খাই? সব খাই!
আসলেই তাই মি. নিতাই বাবু। আমরা সব খাই। ইন্টারেস্টিং হলেও সত্য।
আপনার সংস্পর্শে আর সুন্দর মন্তব্যে আমার লেখা সূচিত হলো শ্রদ্ধেয় কবি দাদা। খাওয়া নিয়ে লেখার বাকি আরও অনেক ছিল। কিন্তু লিখিনি, লেখায় শব্দ সংখ্যা বেড়ে যায় বলে। বর্তমানে অনলাইন দিনলিপিতে অনেকেই বেশি শব্দের লেখা পড়ে না। অনেকে আবার বিরক্ত হয়। তাই আর বেশি শব্দ সংযোজন হয়নি, এতটুকুতেই শেষ করেছি। আশা করি এতেই যথেষ্ট হয়েছে, শ্রদ্ধেয় কবি দাদা। ধন্যবাদ। সাথে শ্রদ্ধা ।
এ যে দেখছি সভ্য জগতের সর্বভুক এই আমরা নামের আজব প্রাণী। দারুণ নিতাই বাবু।
খাওয়া নিয়ে লেখা আরও বাকি ছিল দাদা। লিখিনি শব্দ সংখ্যা বেশি হয়ে যাচ্ছে বলে। আশা করি এতেই চলবে। আপনার সুন্দর মন্তব্যে আমি অভিভূত, আনন্দিত দাদা।
আমরা তো সবই খাই। আসলেই তাই। এতো শব্দ মাথায় আনলেন কিভাবে নিতাই দা !! অবাক হলাম।
আমরা তো একরকম ভোজনপ্রিয় বাঙালি দিদি। তাই খাই। হালাল খাই, হারামও খাই। নিজের ধর্ম বিক্রি করে খাই। আমরা কী না খাই? সব খাই।
এমন হলে কেমনে চলবে। আমাদের কি পরিবর্তন হবে না?
আমরা ভোজনপ্রিয় দিদি। আমাদের এক জনমে তা পরিবর্তন হবার কথা নয়। আর পরিবর্তন হবে-ই-বা কী করে, বলুন! আমরা নিজের ধর্মও বিক্রি করে খাই। হালাল খাই, হারামও খাই। আবার হালাল হালাল বলে মঞ্চে, মজলিশে চিল্লাচিল্লিও করি। আমাদের পরিবর্তন এতো সহজ নয়, শ্রদ্ধেয় দিদি। আশা করি বুঝতে পেরেছেন! ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি।