লালঘোড়া

লালঘোড়া

আমার পছন্দের ব্র্যান্ড বেনসন এন্ড হেজেস
দোকানী বলেছে বেনসন আর গোল্ডলিফের এখন একই দাম
আজব দেশের মতো— সব একদর!
যদিও শুকনো তামাকে যত নামই আঁটা হোক
স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর তো বটেই!

কিছুদিন আগেই তুমি যখন আমাকে নিয়ে মগ্ন ছিলে—
কিছুদিন পরেই তুমি যখন আবার তাকে নিয়ে মগ্ন হলে—

বিষ্ময়ের অন্ত ছিল না!
মনে হয়েছিল, কিসের সাথে কি মেলালে তুমি!!

আজ মনে হচ্ছে—তামাক শরীরের জন্যে ক্ষতিকর
তা তুমি বেনসনই নাও বা গোল্ডলিফ—কি যায় আসে!
শুধু যখন তুমি মগ্ন —তখন স্বাদটা অমৃত
বিষ তো ধীরে ধীরে পাখনা মেলবেই!

প্রেম চাইনি আমি অপ্রেমের দিনেও

এই দেখো আয়নায়
একটা ট্রেন হুঁশ করে চলে গেল
গন্তব্যের ইশারায়…
চোখ থেকে লাফিয়ে লাফিয়ে কাশবন
নির্দ্বিধায় পার হল
সিনাইয়ের চূড়া;
কয়েকটা খাঁড়ি।

ট্রেনটা ফিরে এল না অথচ
রেললাইনের স্লিপার থেকে পাথরগুলো
পায়ে পায়ে হেঁটে হেঁটে এল
কাশবনের কাছে
এবং অতঃপর…
আয়নার পারদটুকু
খেয়ে ফেলল দ্বিধাহীন।

16 thoughts on “লালঘোড়া

  1. "আজ মনে হচ্ছে—তামাক শরীরের জন্যে ক্ষতিকর
    তা তুমি বেনসনই নাও বা গোল্ডলিফ—কি যায় আসে!
    শুধু যখন তুমি মগ্ন —তখন স্বাদটা অমৃত
    বিষ তো ধীরে ধীরে পাখনা মেলবেই!"

    বোধনের লিখা প্রিয় কবিবন্ধু শাকিলা তুবা। শুভ সকাল।

  2. অসাধারণ কবি বোন শাকিলা তুবা। পছন্দ করি আপনার কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. শাকিলা তুবা: প্রিয় কবি শাকিলা ,আপনার দু'টো কবিতায় রং ছড়িয়ে প্রজাপতি ডানায় উড়ে উড়ে এসে  ছুঁয়ে দিল মন। মুগ্ধতা রেখে গেলাম।

    প্রেম চাইনি আমি অপ্রেমের দিনেও …..

    চমৎকার শব্দ বুনন। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. কবিতা দুটো কী যে দারুণ!

    দুটো লেখারই গভীর ভাবকল্পে মুগ্ধ হয়েছি। দুটোই ভীষণ আধুনিক এবং ব্যঞ্জনাময়। গাঁথুনিতে আপনার মুন্সীয়ানা যেকাউকে মুগ্ধ করবে!

    অসাধারণ!

    1. লেখক হিসেবে আমি আনন্দিত হয়েছি আপনার মন্তব্যে। ধন্যবাদ আপনাকে।

  5. দুটি কবিতার সুন্দর উপস্থাপনা।

    জীবন বোধের কবিতা। চেতনা জাগ্রত হোক। 

    প্রত্যাশা রেখে গেলাম। 

    প্রিয়কবিকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।

    সাথে থাকুন, পাশে রাখুন।

    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।