চল পালাই

চল পালাই

একঘন্টা বকবকম করার পরে আজও
আসল কথাটাই বলা হলো না,
ফোন তুললেই তুই এমন
পাহাড়ি ঝোরা হয়ে যাস!
আর আমি ভাসতে ভাসতে
সাঁঝবিহানের কল্পমানুষ।

চার চারটে বছর মেশিন হয়েই
কাটিয়ে দিলাম এপাড়া ওপাড়া,
আসছে পরীক্ষার রক্তচাপ বাড়ছে যতই
ততই ইচ্ছে করছে এই সব
চারদিকে ছড়ানো ছেটানো
বই খাতা পেন পেন্সিলের আজন্ম
সংস্কার লাথি মেরেই তোর দরজায়
টুক টুক ফিস ফিস এই এই এই…
কিন্তু তুইই যে বিভীষণ হয়ে বলেছিস…

আর কত্তদিন এই খেদমতের কড়ায়
রগড়াতে রগড়াতে পুরো মেশিনই হয়ে যাব!
অথচ তুইই যে আমার আশ্রয়,
কেন বুঝিস না আমারও
ইচ্ছে করে নীল খোলা আকাশসীমায়
হুইইই আওয়াজ ছুটিয়ে দৌড়াই
আর তুই বসে থাক বাউন্ডুলে
ইচ্ছেঘুড়ি টা খপ করে ধরবি বলে!

আর কয়েকটা মাত্র দিন,
তারপরেই তো পরীক্ষার সাদা কালো পাতা
এবারেও তোর কথা শুনেই
দিয়েই ফেলছি চাকরের দলে
নাম লেখানোর প্রথম অক্ষরবলয়ের
আপাতকঠিন ইন্টারভিউ …

কিন্তু তারপর?
এবার পালাবি তো ঠিক
আমার, হ্যাঁ শুধুই আমারই
সঙ্গে যে কোনো নির্জন
কৃষ্ণচূড়া ঘেরা
লালসাদা রেলের প্ল্যাটফর্ম পেরিয়ে
সেই ছবির নীল সবুজ গ্রামে
যেখানে আজও একটা নদী
একটা ঝাঁকড়া চুল গাছ
আর একটা ময়না
একমনে আমাদেরই ডেকে যায়!

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

14 thoughts on “চল পালাই

  1. চল পালাই এই নামে দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।আর কবি সৌমিত্র চক্রবর্তীর কবিতা  চল পালাই  অলরেডি প্রকাশিত হয়েছে ।দূর্দান্ত কবিতা। সৌমিত্র দাদা পালিয়ে গিয়ে বিয়ে একারা সেরে ফেলেন না। দাওয়াত আশাকরি।

    ( ফান করলাম) শুভ কামনা ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. হাহাহা। দারুণ বলেছেন বোন হাসনাহেনা রানু। আনন্দিত হয়েছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

  2. শব্দনীড়ে আজ ৩ কবির অসাধারণ চারটি কবিতা (এটা সহ) পড়লাম। কী যে মুগ্ধ  হয়েছি।

    আগের দুইজনের কবিতায় শব্দ ভান্ডার খালি করে এসেছি। দারুণ সাবলীল ভাষায় অসাধারণ চিত্রকল্পের কবিতা এটা। বুননে মুগ্ধতা রাখছি। 

    অসাধারণ ৫ প্যারার এই কবিতার শেষ প্যারাটা এখানে উল্লেখ করার লোভ সামলাতে পারলাম না।

    "কিন্তু তারপর?
    এবার পালাবি তো ঠিক
    আমার, হ্যাঁ শুধুই আমারই
    সঙ্গে যে কোনো নির্জন
    কৃষ্ণচূড়া ঘেরা
    লালসাদা রেলের প্ল্যাটফর্ম পেরিয়ে
    সেই ছবির নীল সবুজ গ্রামে
    যেখানে আজও একটা নদী
    একটা ঝাঁকড়া চুল গাছ
    আর একটা ময়না
    একমনে আমাদেরই ডেকে যায়!"

    দাদা, আপনার কবিতার এই প্যারাটা আপনিও একবার পড়ুন! নিজেই মুগ্ধ হবেন!

     

     

    1. হাহাহা প্রিয় ডেজারট ভাই। আপনি আসলেই ভালো একজন মানুষ শুধু নন;
      বোদ্ধা পাঠকও বটে। আমি পড়েছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

  3. শ্রদ্ধেয় দাদা, পালাতে চেয়েছিলাম। কিন্তু আপনার কবিতা পড়ে আর ইচ্ছে হচ্ছে না। পালালে আর আপনার কবিতা পড়তে পারবো না। তাই থেকেই গেলাম এই শব্দনীড়ে, আমনার কবিতার মাঝে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।