হায়রে ফাগুন!

হায়রে ফাগুন!

হায়রে ফাগুন লাগলো আগুন
আকাশে বাতাসে
ঋতুরাজ বসন্তের ছোঁয়া দেখি
নিশ্বাসে বিশ্বাসে।

ফাগুন এলেই জ্বলে আগুন
বাসন্তীর মনে,
তাই গাঁদাফুলের মালা পড়ে
ঘুরে বনে বনে।

হায়রে ফাগুন লাগলো আগুন
হোটেল রেস্তরাঁয়,
প্রেমিক যুগল ঘুরে বেড়ায়
রাস্তায় রাস্তায়।

ফাগুন এলে জ্বলে আগুন
কোকিলের গায়,
তাই কৃষ্ণচূড়ার ঢালে বসে
কোকিল গান গায়।

হায়রে ফাগুন লাগলো আগুন
হাট বাজারে,
বসন্তী ফুল লক্ষ্যার পাড়ে
হাজারে হাজারে।

ফাগুন এলে জ্বলে আগুন
প্রেমিক প্রেমিকার গায়,
তাইতো দেখি পার্কে বসে
গল্পে মন মজায়।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

11 thoughts on “হায়রে ফাগুন!

  1. "ফাগুন এলে জ্বলে আগুন
    প্রেমিক প্রেমিকার গায়,
    তাইতো দেখি পার্কে বসে
    গল্পে মন মজায়।"

    এমনটাই দেখি চারপাশ। শুভ সকাল প্রিয় কবি মি. নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. রাস্তায়, হোটেলে, বাগানে, শীতলক্ষ্যা নদীর পাড়ের অবস্থা দেখে এভাবে লিখতে হয়েছে, শ্রদ্ধেয় কবি দাদা। ভালো থাকবেন সবসময় ।

    1. এখন যা দেখছি, আমাদের সময়ে ফাগুনেত আগুন এরকম দেখিনি দাদা। তাই এই দেখাদেখির নাঝেই এরকম পোষ্ট। ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।

    1. আগামীতে হয়ত আরও অনেককিছুই দেখতে পাবো। আমাদের সময়ে এরকম কিছুই ছিল না বিধায়, এসব নিয়ে অনেক ভাবতে হয় দিদি। 

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ ।

  2. কী অসাধারণ ভাষায় সরল ভাবে লিখে যান, পড়লে আমি সত্যই অভিভূত হই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. দাদা, আমাদের সময়ে এরকম কিছু দেখিনি। যা এখন দেখতে হচ্ছে। আগামীতে মনে হয় আরও অনেককিছু দেখতে পাবো। তখন আবার নতুন করে কিছু লিখতে হবে। আশা করি সাথে থাকবেন, শ্রদ্ধেয় সৌমিত্র দাদা।

    1. হ্যা দিদি, আসলেও তা-ই। আমাদের সময়ে কিন্তু একন কিছুই দেখিনি। তাই অবাক না হয়ে আর পারি না। আবার দেখেও লজ্জা পাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।