গাছ লাগান, পৃথিবী বাঁচান
গাছেরা বলে, আমরা তোমাদের দেই ফল,
সেই ফল খেয়ে তোমরা শরীরে বাড়াও বল।
আমাদের জীবন দিয়ে তোমাদের দেই কাঠ,
সেই কাঠ দিয়ে তৈরি করো আসবাবপত্র খাট।
প্রখর রোদে আমরা দিয়ে থাকি সুশীতল ছায়া,
তবু আমাদের প্রতি তোমাদের নেই একটু মায়া।
কেটে ছাপ করে দিচ্ছো আমাদের বংশধর,
তোমরা বেঈমান জাতি, তোমরা বড় স্বার্থপর।
তোমাদের উপকার করি বন্যা জলোচ্ছ্বাসে,
আমাদের জন্য ঘর ভাঙতে পারে না বাতাসে।
তবু তোমরা আমাদের সাথে করছো উপহাস,
গাছ ছাড়া পৃথিবীতে কী করে করবে বসবাস?
তোমরা আমাদের শতবর্ষী গাছ কাটা বন্ধ করো,
যদিও কাটো, একটা কেটে দুটি গাছ রোপণ করো।
তবু তোমরা আমাদের সাথে করছো উপহাস,
গাছ ছাড়া পৃথিবীতে কী করে করবে বসবাস?
গাছ ছাড়া বেঁচে সম্ভব নয়। অসম্ভব প্রিয় কবি নিতাই বাবু।
গাছ লাগান, পৃথিবী বাঁচান এই সত্যের বিকল্প আছে বলে মনে হয় না।
কেটে ছাপ করে দিচ্ছো আমাদের বংশধর,
তোমরা বেঈমান জাতি, তোমরা বড় স্বার্থপর।
তোমাদের উপকার করি বন্যা জলোচ্ছ্বাসে,
আমাদের জন্য ঘর ভাঙতে পারে না বাতাসে।
গাছের আত্মকথন পড়লাম প্রিয় কবি নিতাই দা। গাছ লাগাতেই হবে। আমি লাগাই।