গাছ লাগান, পৃথিবী বাঁচান

গাছ লাগান, পৃথিবী বাঁচান

গাছেরা বলে, আমরা তোমাদের দেই ফল,
সেই ফল খেয়ে তোমরা শরীরে বাড়াও বল।

আমাদের জীবন দিয়ে তোমাদের দেই কাঠ,
সেই কাঠ দিয়ে তৈরি করো আসবাবপত্র খাট।

প্রখর রোদে আমরা দিয়ে থাকি সুশীতল ছায়া,
তবু আমাদের প্রতি তোমাদের নেই একটু মায়া।

কেটে ছাপ করে দিচ্ছো আমাদের বংশধর,
তোমরা বেঈমান জাতি, তোমরা বড় স্বার্থপর।

তোমাদের উপকার করি বন্যা জলোচ্ছ্বাসে,
আমাদের জন্য ঘর ভাঙতে পারে না বাতাসে।

তবু তোমরা আমাদের সাথে করছো উপহাস,
গাছ ছাড়া পৃথিবীতে কী করে করবে বসবাস?

তোমরা আমাদের শতবর্ষী গাছ কাটা বন্ধ করো,
যদিও কাটো, একটা কেটে দুটি গাছ রোপণ করো।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

3 thoughts on “গাছ লাগান, পৃথিবী বাঁচান

  1. তবু তোমরা আমাদের সাথে করছো উপহাস,
    গাছ ছাড়া পৃথিবীতে কী করে করবে বসবাস?

    গাছ ছাড়া বেঁচে সম্ভব নয়। অসম্ভব প্রিয় কবি নিতাই বাবু।

  2. গাছ লাগান, পৃথিবী বাঁচান এই সত্যের বিকল্প আছে বলে মনে হয় না।

  3. কেটে ছাপ করে দিচ্ছো আমাদের বংশধর,
    তোমরা বেঈমান জাতি, তোমরা বড় স্বার্থপর।

    তোমাদের উপকার করি বন্যা জলোচ্ছ্বাসে,
    আমাদের জন্য ঘর ভাঙতে পারে না বাতাসে।

    গাছের আত্মকথন পড়লাম প্রিয় কবি নিতাই দা। গাছ লাগাতেই হবে। আমি লাগাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।