আধুনিক কৃষি
কৃষিতে লেগেছে আধুনিকতার ছোয়া।
লাঙলের চাষ পদ্ধতি নেই যে আর,
ট্রাক্টর দিয়ে চাষ পদ্ধতি সমাধান।
হাইব্রিড ধান বীজে ,
একটি চারাগাছে একাধিক ফসল।
কৃষকের হাতে রোপণ পদ্ধতি নেই যে আর,
আছে রোপণ যন্ত্রের ব্যবহার।
আগাছা দমনে নেই যে পরিশ্রম,
মেডিসিন করবে তার দমন।
পোকামাকড় দমন প্রতিরোধে,
একটি ওষুধ করবে তার প্রতিরোধ।
হেইত, ধোন দিয়ে পানি সেচ ক্ষেতে,
নেই যে তার ব্যবহার, পাম্প দিচ্ছে সমাধান।
কাচি দিয়ে ধান কাটা, শেষ হল এই পদ্ধতি।
ধান কাটার যন্ত্র দিচ্ছে তার ব্যবহার।
গরু দিয়ে ধান মাড়াই প্রচলন নেই যে আর,
মাড়াই মেশিন করছে তার সমাধান।
সনাতন পদ্ধতি বাদ দিয়ে, আধুনিকতায়
হাত ধরি।
বাহ্ কবি নির্মল দাস মন্টু দা। শুরুতেই সুন্দর উপহার। ব্যতিক্রম বটেই। স্বাগতম।
অসংখ্য ধন্যবাদ দিদি
শব্দনীড় এ সুস্বাগতম কবি নির্মল দাস মন্টু ভাই। লেগে থাকুন আমাদের পাশে।
অসংখ্য ধন্যবাদ দাদা
কৃষি বিপ্লবে আধুনিকতা না আনা পর্যন্ত দেশ স্বনির্ভর হবে না। স্বাগতম এবং শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য
কৃষিতে আধুনিকতা অনস্বীকার্য।
অসংখ্য ধন্যবাদ
শব্দনীড়ে স্বাগতম।
Thank you