কলমা নসিব করো

করুণা করো ওগো আল্লাহ্‌ মাবুদ দয়াময়,
আমার মরণকালে যেন কলমা নসিব হয়!
মালাকুল মউত আসার আগে করো খাঁটি মুমিন,
কবর বাসের দিনগুলো মোর না হয় যেন কঠিন!

সিজদারত অবস্থাতে আমার মৃত্যু দিও,
এই অধম বান্দাকে তোমার জান্নাতেতে নিও!
পবিত্র রমজানের কোন প্রিয় শুক্রবার,
রাজী খুশী হয়ে রূহ নিয়ে নিও আমার!

তাঁর আগে সব গুনাহ গাথা করো প্রভু মাফ,
তওবা করছি এই জীবনে করবো না আর পাপ!
তোমার আরশ ছায়াতলে দিও আমায় ঠাই,
দুনিয়ার সুখ চাইনা আখিরাতের শান্তি চাই!

চাই হতে চাই সাহাবিদের মতো চরিত্রবান,
তোমার প্রতি সিজদা করি তুমি প্রভু মহান!
এই আসমান এই জমিনে সব তোমারই সৃষ্টি,
আমার উপর নাজিল করো রহমতের বৃষ্টি!

শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পেতে চাই,
মহান স্রষ্টা তুমি ছাড়া কোন ইলাহ নাই!
তোমার জিকির করি যেন সন্ধ্যা ও সকালে,
কলমা নসিব করো প্রভু আমার মরণ কালে!

8 thoughts on “কলমা নসিব করো

  1. 'শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পেতে চাই,
    মহান স্রষ্টা তুমি ছাড়া কোন ইলাহ নাই!
    তোমার জিকির করি যেন সন্ধ্যা ও সকালে,
    কলমা নসিব করো প্রভু আমার মরণ কালে!' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।