অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ তরুণ বাচিকশিল্পী শেখ সাদী মারজানের দ্বিতীয় কাব্যগ্রন্থ “রক্তমাখা প্রিয় বসন্ত” চলন্তিকা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ৪৮ পৃষ্ঠার বইটিতে রয়েছে ৪০টি কবিতা। বইটি উৎসর্গ করা হয়েছে- পশ্চিমবঙ্গের কবি-কথাসাহিত্যিক আবদুস শুকুর খান ও তাঁর সহধর্মিনী নিলোফা খানকে। এর আগে ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় মারজানের প্রথম কাব্যগ্রন্থ ‘আলোর বিলাপ আঁধারের হাসি” প্রকাশিত হয়েছিল।
বইটি পাওয়া যাচ্ছে- লিটল ম্যাগ চত্বরের চলন্তিকার (১২৭ নম্বর)স্টলে।
রক্তমাখা প্রিয় বসন্ত কাব্য গ্রন্থের জন্য আপনাকে অভিনন্দন মি. শেখ সাদী মারজান। গ্রন্থটি পাঠক প্রিয় হয়ে উঠুক এমন সমৃদ্ধ প্রত্যাশা থাকবে আমাদের সকলের।
ধন্যবাদ প্রিয় ভাই
অভিনন্দন কবি শেখ সাদী মারজান ভাই।
ধন্যবাদ ভাই
সহস্র শুভেচ্ছা রইলো কবি দা।
ধন্যবাদ দিদি