তুমি যাওনি বদলে

প্রতিদিন দেখতে দেখতে বদলে যায় পৃথিবী,
বদলে যায় ষড় ঋতুর ছয়টি
চেনা জানা দিনগুলো,
গ্রীষ্মের প্রখরতা বাড়ে,
বর্ষা আসে নিয়ম অনিয়মের বাইরে,
শরতেও নেই আজ শুভ্র মেঘের আনাগোনা।
হেমন্ত আর হাসে না শীতের আগমনীতে,
শীতের তীব্রতা আর ঘন কুয়াসা ঘেরা সকাল,
বহুদিন দেখা হয় না এই শহরের
দূরে অথবা কাছে,
বসন্ত আসে গুটি গুটি পায়,
এসেই আবার তাড়া দেয় পালাই পালাই,
আমের মঞ্জুরীতে আজ মাতে না মৌ,
ফুল ফুটে শুধু বানিজ্যের বাগানে।

বদলে যায় পৃথিবী, বদলে যায় মানুষ,
সময়ের সাথে পাল্লা দিয়ে –
কেনা হয় সুখ,
কেনা হয় সময়,
কেনা হয় দুনিয়া,
চিরদিনের হিসেব নিকেশ পালটে দিয়ে,
শত্রু হয়ে যায় বন্ধু,
আর বন্ধু হয় শত্রু,
শুধু তুমি যাওনি বদলে।

মনে পড়ে সেই –
পরিচয়ের প্রথম ক্ষনে তুমি বলেছিলে বন্ধু,
আমি বললাম ভালোবাসি, খুব ভালোবাসি।
সময় বদলে গেছে, প্রকৃতিতে আসে ভিন্নতা,
অথচ আজো তুমি সেই একই কথায়
আটকে গেছো,
ভাংগা রেকর্ডের মতো বেজে চলে তোমার
একই সুর,
একই কথা,
একই ধ্বনি প্রতিধ্বনি।
তবুও আমি আছি অবিচল,
অবিরাম, ভালো বেসে যাই,
ভালো বেসে যাবো,
তোমাকেই, শুধু তোমাকেই।
২২শে ফেব্রুয়ারী, ২০১৯ ইং।

3 thoughts on “তুমি যাওনি বদলে

  1. সরল এবং সাধারণ ভাষায় কাব্য গাঁথা ফুটিয়ে তোলাও এক ধরণের শিল্প। এই শিল্পের বোধ আপনার লিখায় খুঁজে পাওয়া যায়। অনেক অনেক শুভেচ্ছা কবি মি. কাজী রাশেদ। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. প্রতিদিন দেখতে দেখতে বদলে যায় পৃথিবী >> ঠিক বলেছেন কবি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।