অগ্নিদগ্ধ চিৎকার


আকাশ বাতাস জুড়ে শুধু চিৎকার,
নিঠুর আগুনে সব পুড়ে ছারখার।
অগ্নিদগ্ধ হওয়া লাশ চেনা দায়,
কষ্টে আগুনেরই চোখ ভিজে যায়!

যে ঘটালো ভয়াবহ এই কান্ড,
নিজ কাজে অবিচল সে পাষণ্ড।
ছেলে হারা মা কেঁদে অশ্রু ফুরায়,
অনিয়ম বেড়ে চলে প্রতিকার নয়।

বিধাতার নামে ওরা করেছে শপথ,
ফুলে ফলে ভরবে নিজের জগত।
সারা দুনিয়া যাক পুড়ে মরে যাক,
ওদের ভুবন শুধু নিরাপদ থাক।

দুর্ঘটনার পর কানে যায় জল,
চলে একই অন্যায় একই ফলাফল।
পুড়ে কালো কয়লা শিশু নিষ্পাপ,
জেনে শুনে অপরাধী পেয়ে গেল মাফ।

মায়ের মুখে হাসি ফুটবে না আর,
পরিবেশ ফিরে পাবে নিজ অধিকার।
যে আগুনে চারিদিক জুড়ে হাহাকার,
সে আগুনে জ্বলে তুমি দিলে চিৎকার।

6 thoughts on “অগ্নিদগ্ধ চিৎকার

  1. আকাশ বাতাস জুড়ে শুধু চিৎকার,
    নিঠুর আগুনে সব পুড়ে ছারখার।
    অগ্নিদগ্ধ হওয়া লাশ চেনা দায়,
    কষ্টে আগুনেরই চোখ ভিজে যায়! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই সুপ্রিয়।
      ভালো থকুন সব সময়।

  2. আকাশ বাতাস জুড়ে শুধু চিৎকার,
    নিঠুর আগুনে সব পুড়ে ছারখার।

    শিউরে উঠলাম কবি বাবু দা। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।