নিজস্বতায় স্বপ্নাহত

নিজস্বতায় স্বপ্নাহত

আয়না,
প্রতিদিন সবাই তোমাকেই দেখে,
তুমি কাউকে দেখো না
নাম তোমার আয়না,
প্রয়োজন তোমার না-
এ সত্য কথা :
অথচ,কেউ স্বীকার করে না ——

আকাশ,
কি অপরূপ সাজে সাজো তুমি নীলাকাশ,
নীল দেহে ছড়াও নীলের পশলা ,
দূর থেকে সবাই তোমাকে দেখে
জোনাকি আলো নিঝুম নক্ষত্র রাতে –
সবাই তোমাকে কাছে পেতে চায়,
তুমি কাউকে কাছে ডাকো না ;

শাড়ি,
তুমি অন্যের সৌন্দর্যে নিজেকে ঢেলে সাজাও –
তোমার একান্ত রং সীমাহীন নিশীথের নীল,
তোমার স্বচ্ছতা অন্যকে সাজায়,
মেলে ধরে,
কিম্বা, ঢেলে দাও নিজেকে অন্যের তরে
এটাই তোমার পূর্ণতা –
অন্যকে সাজিয়ে কি করে তুমি সুখী হও,
বুঝি না -!

দরজা,
তুমি কেবল অন্যকে প্রবেশ করাও
নিজের ভেতর,
নিজেই থাকো সভ্যতার আড়ালে উন্মুক্ত,
যদিও আলো- আঁধারের আড়ালেই থাকে
অপর সম্ভবনা –
তুমি কার ও ভেতরে প্রবেশ করো না !

টিপ,
তোমাকে সবাই পরে,
আয়নায় দাঁড়িয়ে দেখে বিমুগ্ধ নয়নে,
তুমি কেমন মেঘলা আকাশের কপালে
সবটুকু নীল টিপ হয়ে ভেসে থাকো,
অনুরাগের বৃষ্টিরা,
কপালের টিপ ছুঁয়ে ঝরে —
কে জানে,
নীল শাড়ি,
নীল টিপ,
সাজাতে শিখেছে কবে—- ?

মন,
ভাল লাগা থেকেই ভালবাসা কি শুধুই মনের
চর্চা করে,
নাকি অভিমানে
মুখ ফিরিয়ে রাখে –
অবাক অনুরাগে :
মনের ঘরে
ভাল লাগা,
ভালবাসা অন্য আরেক মন বসত করে —।

গোলাপ,
তুমি কি কখন ও নিজের সৌন্দর্য দেখো না ?
নিয়েছ কি কখনও তোমার সুঘ্রাণ —
তুমি কেবলই অপরকে মহিত করে গেলে?
নিজেকে ঢেলে,
সাজিয়ে,
তোমায় পেয়ে কত প্রেমিক মন সিক্ত হয়েছে,
তোমার জন্য কত কবি কবিতা লিখেছে,
কত শিল্পী
কবিতায় গান বেঁধেছে,
তোমার জন্য
তুমি জানো না;
কতটা সৌন্দর্য ধারণ করে আছ নিজের ভেতরে
পাপড়ির ভাঁজে ভাঁজে –
হাই গোলাপ !
একি শুধুই তোমার অন্যের তরে
নিজেকে বিলিয়ে দেয়া ———–!

24.02.2019

6 thoughts on “নিজস্বতায় স্বপ্নাহত

  1. অপরূপ একটি কবিতা। চমৎকার। অভিনন্দন প্রিয় কবি হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনাকেও অভিনন্দন প্রিয় কবি আজাদ ভাইয়া। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

       

  2. কি অপরূপ সাজে সাজো তুমি নীলাকাশ,
    নীল দেহে ছড়াও নীলের পশলা,
    দূর থেকে সবাই তোমাকে দেখে
    জোনাকি আলো নিঝুম নক্ষত্র রাতে –
    সবাই তোমাকে কাছে পেতে চায়,
    তুমি কাউকে কাছে ডাকো না ;

    দারুণ রিদমিক একটি লেখা বোন হাসনাহেনা রানু।

    1. আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম কবি সৌমিত্র দাদা। ভাল থাকুন সবসময় দাদা। শুভেচ্ছা সতত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. আপনাকে ও অভিনন্দন দিদি ভাই। ভাল থাকুন সবসময়। শুভেচ্ছা নিরন্তর।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।