ফাটকি নামাজ


মসজিদে যাই মাঝে মধ্যে
নিজের ইচ্ছায় নয়,
শুক্রবারে শুয়ে থাকলে
আম্মু বকা দেয়।

ঘুম ভেঙে যায় ইমাম সাবের
খুৎবা হলে শেষ,
অল্প স্বল্প জুম্মার নামাজ
দুটি রাকাত বেশ।

সাতাশ রোজা সবাই যাচ্ছে
আমিও তাই যাই,
ওরে বাবা এক ওয়াক্ততেই
কোমর ব্যাথা ভাই।

ওই বেহেশতের চাবি নামাজ
পাওয়া সোজা নয়,
ধীরে সুস্থ্যে পাঁচটি অয়াক্ত
দৈনিক পড়তে হয়।

যদি কেহ আমার মত
হওগো ফাঁকিবাজ,
তাঁর উপরে আল্লাহ্‌ তায়ালা
সব সময় নারাজ।

6 thoughts on “ফাটকি নামাজ

  1. ওই বেহেশতের চাবি নামাজ
    পাওয়া সোজা নয়,
    ধীরে সুস্থ্যে পাঁচটি অয়াক্ত
    দৈনিক পড়তে হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই সুপ্রিয়।
      ভালো থকুন সব সময়।

    1. একদম সঠিকটাই বলেছেন প্রিয় দাদা। সমাজের চিত্রই বদলে যাচ্ছে দিনকে দিন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।