কষ্টে আছি ভালো আছি

কষ্টে আছি ভালো আছি

অভাবের সংসারে জন্ম তাই অভাব দেখেছি,
চুয়াত্তরের দুর্ভিক্ষে আটার জাউও খেয়েছি।

আমার মায়ের পরনে ছেড়া কাপড় দেখেছি,
কাপড়ের অভাবে লেংটি পড়েও থেকেছি।

বাঁশের ছিপ দিয়ে কলাপাতায় কতো লিখেছি,
স্কুলে যেতে পাঁচটি পয়সার জন্য কেঁদেছি।

কোনোদিন পাইনি, আবার কোনোদিন পেয়েছি,
অনেকসময় অনাহারে কেঁদে কেঁদে স্কুলে গিয়েছি।

নতুন বই পাইনি, পুরানো বই কিনে পড়েছি,
পড়ার খরচ যোগাতে বাদাম বিক্রি করেছি।

অঙ্ক শেখার জন্য শিক্ষিতদের পাছে ঘুরেছি,
আমি অনেক কষ্ট করে পড়াশুনা করেছি।

তাও অনেক বেশি নয়, যৎসামান্য পড়েছি,
জীবন যেভাবে চালানো যায়, সেটুকু করেছি।

এখনো বদলাইনি, যেমন ছিলাম তেমনই আছি,
টাকা পয়সা নেই, সবার আশীর্বাদে ভালো আছি।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

8 thoughts on “কষ্টে আছি ভালো আছি

  1. 'এখনো বদলাইনি, যেমন ছিলাম তেমনই আছি,
    টাকা পয়সা নেই, সবার আশীর্বাদে ভালো আছি।'

    ___ এটাই মূলত সুখ মি. নিতাই বাবু। স্বল্পে যে জন সেই ই বড়ো সুখি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমার প্রতি আপনাদের সকলের ভালোবাসা আছে, শ্রদ্ধেয় গুরুতুল্য কবি দাদা। তাই দৈনন্দিন কষ্টটাকে কষ্ট বলে মনে করি না। আমি সকলের আশীর্বাদে ভালো আছি, সুখেই আছি। 

    1. আপনার প্রতিও রইল শ্রদ্ধা সহ এক নদী ভালোবাসা । আশা করি ভালো থাকবেন ।

    1. আমি অনেক অনেক ভালো আছি শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা। কষ্ট নিয়ে আমার তেমন কোনও হায়হুতাশ নেই। 

      ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা। 

    1. আমি টাকাওয়ালাদের চেয়ে অনেক ভালো আছি, শ্রদ্ধেয় রিয়া দিদি। আপনাদের সকলের আশীর্বাদ আমার কাম্য। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।