আমি পরিধি খুঁজি

– কি করছিস ভোর সকালে?
– সূর্যের অপেক্ষা, তুমি কি করছ?
– আলোর অপেক্ষা;
– সে তো একই হলো,

– না রে, এক হয় কিভাবে?
সূর্য তো একটা বিন্দুমাত্র, বৃত্ত আলোকিত করে,
তুই কেন্দ্রে চেয়ে থাকিস, আমি পরিধি খুঁজি
তুই চাঁদ দেখিস, আমি চাঁদনি
তুই ভালোবাসা দেখতে চাস, আমি অনুভব করি;

তুই আমাকে পেতে চাস, হাতে ছুঁয়ে ছুঁয়ে
একবার আমার হৃদয়ে ঢুকেই দেখ না!
ডুবে যাবি তোতে তুইময় হয়ে।

3 thoughts on “আমি পরিধি খুঁজি

  1. অসাধারণ আপনার কবিতা বা কথপোকথনের উপস্থাপনা। অভিনন্দন মি. যাযাবর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।