নিকটবর্তী সমুদ্রের সফটওয়্যার

নিকটবর্তী সমুদ্রের সফটওয়্যার

দুষ্ট হাওয়া উড়িয়ে নেয় আমার মাথার টুপি। হ্যাটস অফ কুর্ণিশ জানাতে
চেয়েছিলাম যে সমুদ্রকে- সেও ফিরিয়ে নেয় মুখ। আমার সঞ্চয় থেকে ফুরিয়ে
গেছে সকল ভরসা, সেকথা ভেবে প্রজাপতিগুলো উড়ে যায় আমাকে ছেড়ে।
একসময় কালি, কলম আর কাগজ দিয়ে যে কবিতা লিখতাম, তাও হয়ে যায়
আমার কাছে খুব অপরিচিত। তবে কী আমি ভাষাবৈষ্ণব হয়ে একাকী বেরিয়ে
যাবো নগরে! তবে কী আমার হাড়ের নিদর্শন স্বরূপ আর কোনো হার্ডওয়্যারই
দেবে না সাক্ষী ! ভেবে এই হিমাংক প্রদেশেও ঘর্মাক্ত হই। তুমি আমার মুখ
মুছিয়ে দেবার জন্য হাত ধরো। মনে হয়, তোমার প্রণীত প্রেমও তরল হয়ে
আমাকে আঁকড়ে ধরছে। আর আমি কেবলই খুঁজছি নিকটবর্তী সমুদ্রের আরেকটি
সফটওয়্যার।

4 thoughts on “নিকটবর্তী সমুদ্রের সফটওয়্যার

  1. শুভেচ্ছা জানবেন প্রিয় কবি। আপনার কবিতায় আমার ভালোবাসা রেখে গেলাম। আশা করি ভালো থাকবেন। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।