একটি আলতু ফালতু শীতের কবিতা
কলির সন্ধ্যা নাগাদ বাসা থেকে বের হতে না হতেই
নব্য শীতের আক্রমণ টের পেলাম,
ভাঙা চোয়ালের কামড় হাতির দাঁতের মতো কড়মরে
আমিও অবুঝ কম না…..
ব্যক্তিজীবনের ভাঙা সড়ক পথে হাঁটা শুরু দিলাম!
ওখানে কেবলই জ্বর, সর্দি, কাশি, এলার্জির মতো
বদমাইশ গুলো করে হাসাহাসি
তিনদিন ঝগড়াঝাটি আর একদিন ভালোবাসাবাসি
এখানেই জীবন ক্লান্ত হবার নয়, আরও আছে…
সবজি কেনো, চাল কেনো, ডাল কেনো, তেল আনো
আমার কাছে জীবন মানেই এসব দৈত্য দানো!
তবুও কলির সন্ধ্যা পাকে, পেকে পেকে রাত হয়
রাতের শিকলও একটা সময় ছিঁড়ে ভোরের প্রসব হয়
আমার উদোম শরীর জুড়ে তখন সামাজিক শীত
কেউ কাউকে তেমন একটা চিনে না, চিনেও চিনতে চায়না
এ যেনো হাশরের মাঠ….
সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি বলে সজোরে গাইছে গীত!
তবুও আজকাল আরো কতো রকমের শীত যে বেহুদা
হজম করি, করতে হয়.. তার কোনো ইয়ত্তা নেই
তবে কেউ ভাববেন না, আমি নিরুত্তাপ রাজনৈতিক শীতের কথা বলছি
আমার জিবে এতো জল নেই
আমার হাঁড়িতে এতো কাড়িকাড়ি তেলও নেই
আমি কেবল আমার আনকোরা কবিতার শীতের কথা বলছি!!
ইন্টারেস্টিং কবিতা উপহার পেলাম। অভিনন্দন প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ
তবুও কলির সন্ধ্যা পাকে, পেকে পেকে রাত হয়
রাতের শিকলও একটা সময় ছিঁড়ে ভোরের প্রসব হয়।
আন্তরিক ধন্যবাদ কবি
শিরোনামটি উপযুক্ত হয়েছে। ভাল লিখেছেন কবি দা। গরম চলে এলেও শীতের কবিতা মন্দ লাগলো না।
আন্তরিক ধন্যবাদ কবি