কালো বরফ

কালো বরফ

একটা মন যদি আঁকো
পাশাপাশি দু’টি মানুষ রেখো
দু’ টি দেহের
এক আত্মা, এক প্রাণ
এক মন….
সে মানুষের একজন হবে তুমি
অন্যজন আমি
ভাবনার আকাশ ছুঁয়ে একটি
সাগর রেখো…
সে সাগর পাড়ে দাঁড়িয়ে তোমার চোখে
দেখবো সাগর কখনো বিঁধূর কখনো উচ্ছ্বল,
কখনো বিক্ষুব্ধ মাতাল —
তুমি চাইলে আকাশটাকে পেড়ে নেব সাগর জলে
নীল আঁচল ছড়িয়ে,
জলের ডানা মেলে ঢেউয়েরা হারাবে
দূর দিগন্তে….
আর তুমি হারাবে ঢেউয়ের উচ্ছ্বাসে
কবিতার আদ্যপান্তে —-
জলের ভাঁজে ভাঁজে ইচ্ছে আগুন ছড়াবে —
আমি গভীর সমুদ্রে ডুব দিয়ে
মেপে নেব কবিতার ভালোবাসা —
এই তো প্রেম..
এই তো জীবন,
এই আমি কখনো কি ভেবেছি জলের গভীরে
ডুব দিয়ে শ্বাস নিতে পারব?
অথচ নিচ্ছি স্রোতস্বিনী জলের ভাঁজে আঁচড় কেটে
এখনো বেঁচে আছি,
মন বৃত্ত ছুঁয়ে ঘুম ঘোরে
একটি স্বপ্ন যদি আঁকো..
স্বপ্ন পারাপারে একটি সাঁ– খো রেখো —
স্বপ্ন সাঁ- খো পার হবে খুব
সাবধানে —
পাছে তোমার ঘুম ভেঙ্গে
স্বপ্ন না ভাঙ্গে,
এক বিন্দু শিশির যদি আঁকো
দূর্বাঘাসে..
ভোরের খোঁপায় অভিমান তুলে রেখে
শিশির কুড়াব দু’ হাত
ভরে —
বলো…. সেকি ভালো হবে?
আমি জানিনে…. জানিনে….
পা রেখেছি চোরাবালির ফাঁদে,
সাঁতার জানিনে এই আমি
নেমেছি সমুদ্রে —
যদি একটু ভালোবাসা রাখো
বিশ্বাসে
তবে হাতটা বাড়িয়ে দিও…
আর না হলে
ডুবেই যাব —-
অথৈ জলের গভীরে…!!

02.03.2019

8 thoughts on “কালো বরফ

  1. 'তুমি চাইলে আকাশটাকে পেড়ে নেব সাগর জলে
    নীল আঁচল ছড়িয়ে,
    জলের ডানা মেলে ঢেউয়েরা হারাবে
    দূর দিগন্তে…. '

    এক জীবনে মানুষের অনেক চাওয়া। প্রাপ্তি কতটা সেই হিসেব কখনও মেলে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সঠিক বলেছেন প্রিয় কবি আজাদ ভাইয়া। এক জীবনে সবার সব আশা পূর্ণ হয় না।

      তবু কবি মন অনেক কিছুই হতে চাই। কবি যখন লেখে তখন সে ভাবনার আকাশে ডানা মেলে কল্পনা প্রবণ হয়ে ওঠে। এক সময় সে বুঝতে পারে এটা নিছক কল্পনা ছাড়া আর কিছু না।বাস্তবতা আরও কঠিন। শুভ কামনা আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. জলের ভাঁজে ভাঁজে ইচ্ছে আগুন ছড়াবে —
    আমি গভীর সমুদ্রে ডুব দিয়ে
    মেপে নেব কবিতার ভালোবাসা —চমৎকার ভাবনা

    1. ভাল লাগল আপনার উপস্থিতি  কবি বন্ধু আলমগীর সরকার লিটন। শুভেচ্ছা সতত ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. চমৎকার হয়েছে বোন হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম কবি সৌমিত্র দাদা। শুভেচ্ছা জানবেন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. টাটকা লেখা কবিতা অনেক সুন্দর হয়েছে প্রিয় কবি দি। :)

    1. সুন্দর মন্তব্যের জন্য , অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা নিন । প্রিয় কবি রিয়া দি'ভাই।   ভাল থাকুন সবসময়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।