খোকার স্বপ্নভঙ্গ

খোকার স্বপ্নভঙ্গ

সেদিন আমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখি রাতে,
হঠাত কারা দৌড়ে এল বাড়ির উঠোনটাতে।
মাথায় তাদের ঝাঁকড়া কালো চুল,
ডাকাত ওরা, নেইকো কোন ভুল।
হা রে রে চিত্কার করে বাঁশের লাঠি হাতে,
হা হা হা উঠলো হেসে সবাই ওরা একসাথে।

আমি তখন গেলাম ওদের মাঝে,
হাতের অসি ঝনঝনিয়ে বাজে,
আমি বললাম, “হুঁশিয়ার!
এক পাও আসিস যদি আর,
করবো তোদের পথ অবরোধ,
এলেই বিপদ, নেবো প্রতিশোধ”।
হাতের অসি বনবনিয়ে ঘুরে,
কত লোকের মাথাই গেল উড়ে।
বাকিরা সব চম্পট দিল জোরে,
আমি তখন হাসছি হো হো করে।

মায়ের ডাকে স্বপ্ন গেল ভেঙে,
হাসি আমার গেছে কখন থেমে।
কই না কথা চুপটি করে থাকি,
মা বলছে, “ওরে খোকা! ভয় পেয়েছিস নাকি”?
ঘুমের ঘোরে স্বপ্ন দেখি যখন,
মা ডেকে কয়, “ঘুমো সোনা এখন”।
মায়ের কোলে মাথা তখন রেখে,
স্বপ্নের কথা বললাম মাকে, একে একে।

মা শুনে কয়, “বীর পুরুষ আমার ছেলে”।
বললাম আমি, “করবো বিশ্বজয় মায়ের আশীষ পেলে।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

6 thoughts on “খোকার স্বপ্নভঙ্গ

  1. চমৎকার একটি শিশুতোষ লিখা। অভিনন্দন মি. লক্ষ্মণ ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সুন্দর মন্তব্য মুগ্ধ করেছে। প্রীতি ও শুভেচ্ছা জানাই।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

  2. ওহ্ অসাধারণ হয়েছে কবি ভাণ্ডারী ভাই। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সুন্দর মন্তব্য মুগ্ধ করেছে। প্রিয়কবিকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।
      সাথে থাকুন, পাশে রাখুন। আন্তরিক অভিনন্দন।
      জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

  3. মায়ের ডাকে স্বপ্ন গেল ভেঙে,
    হাসি আমার গেছে কখন থেমে।
    কই না কথা চুপটি করে থাকি,
    মা বলছে, “ওরে খোকা! ভয় পেয়েছিস নাকি”?

    দারুণ তো!! অভিনন্দন কবি দা। :)

    1. প্রীতিময় মন্তব্যে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।
      সাথে থাকুন, পাশে রাখুন। আন্তরিক অভিনন্দন।
      জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।