সুন্দরের বস্ত্র হরণ

সুন্দরের বস্ত্র হরণ

অনিদ্রা বিলাসে কেটেছে বিগত পৌষের শীত
চোখে ছিলো ধু ধু কান্তার পথ কল্পনাতীত হাহাকার
কর্কশ ব্যাধিতে রুক্ষ সৌষ্ঠব- চুপসে গেছে শৌর্যের শিখা
তীব্রমন্দায় কেটেছে মাঘী পূর্ণিমা-একটি কবিতাও দেয়নি দেখা;
বিষাদ ভরা একাকীত্বে কেটেছে সন্ধ্যা আরতি- তথাগত ধ্যান
ঘুঘুর কান্নায় ভেঙ্গেছে অরণ্যের মৌনতা, যজ্ঞ মগ্ন প্রাণ ।

একিই ভাবে দীর্ঘ নৈঃশব্দ্যের পর উচ্চারিত হয় নিভৃত আত্মকথন
চাবুকের কষাঘাতের পর- যেমন জ্বালাময়ী দহন, অগণিত বসন্ত
ভেসে গেছে বিরাগ ভরা দীর্ঘশ্বাসে; উদ্বাস্তুর রোদন
শুনতে পায়নি কেউ- দূষণে দূষণে নদী হারিয়েছে চিরন্তন রূপ
ভাঙনের কবলে অবশিষ্ট নেই বাস্তুভিটে, ঠিকানাহীন স্বপন।

এখনো রুক্ষ্ণ অন্তর, প্রণয়াবেগে ছুটছে জীবন তেপান্তর ফেরিয়ে
থেকে থেকে উঠে আসে প্রখর বালিয়াড়ি ঝড়; অশান্ত হৃদয়ে
ঝেঁকে বসে বিধ্বস্ত রাত্তির শোকার্ত মাতম-
হে ঈশ্বর
এবার তবে স্তব্ধ হোক জগতের সমস্ত নিয়ম নখর; ধ্বংস লীলা
আর সুন্দরের বস্ত্র হরণের মহোৎসবে
লুটতরাজের হাতে অর্পিত হোক ঋতুমতী পৃথিবীর সর্বস্ব!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “সুন্দরের বস্ত্র হরণ

  1. হে ঈশ্বর
    এবার তবে স্তব্ধ হোক জগতের সমস্ত নিয়ম নখর; ধ্বংস লীলা
    আর সুন্দরের বস্ত্র হরণের মহোৎসবে
    লুটতরাজের হাতে অর্পিত হোক ঋতুমতী পৃথিবীর সর্বস্ব!

    অসাধারণ কবি দাউদ ভাই। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবিতায় অভিনন্দন অভিনন্দন প্রিয় স্যার। সালাম জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. অনেক ভালো একটি কবিতা, শুভেচ্ছা জানবেন  

মন্তব্য প্রধান বন্ধ আছে।