কষ্ট চিনে না

কষ্ট চিনে না

মেঘলা রঙিন স্বজন- কষ্ট চিনে না-
গহীন চরের কায়া তাও বুঝে না-
শুধু মৃলন ঝর্ণাধারা নয়ন;
প্রজাপতির সকালটা ভেস্তে গেলো স্বপ্ন-
রাঙা কৃষ্ণচূড়ার পথে ফুরফুরাল ফড়িং মন।

তবুও কষ্ট চিনা হইল না-এই বদ্ধ সবুজ ভুমি
জলতরঙ্গ মেঘলা আকাশ বুকের মাঝে অমিল-
শুধু অমাবস্যায় ঝিঝিপোকা;
পূর্বালি হাওয়ায় হাওয়ায় দুলে রে মাটি-
শূন্যেই ভাসে রে কষ্ট উচাটনের পাটি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “কষ্ট চিনে না

  1. প্রচ্ছদ এবং কবিতাটি বরাবরের মতো সুন্দর হয়েছে প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. জ্বি মুরুব্বী দাদা
      সুন্দর মন্তব্যে বেশ অনুপ্রেরণা পেলাম
      ভাল থাকুন—

  2. প্রজাপতির সকালটা ভেস্তে গেলো স্বপ্ন-
    রাঙা কৃষ্ণচূড়ার পথে ফুরফুরাল ফড়িং মন।

    আসলেই খুব ভাল লিখছে ইদানিং কবিবাবু। মুগ্ধ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি রিয়া দিদি
      সুন্দর মন্তব্যে বেশ অনুপ্রেরণা পেলাম
      ভাল থাকুন—

  3. প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে অসাধারণ উপস্থাপনা। অভিনন্দন কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. জ্বি সৌমিত্র দা
      সুন্দর মন্তব্যে বেশ অনুপ্রেরণা পেলাম
      ভাল থাকুন—

মন্তব্য প্রধান বন্ধ আছে।