নদীতীর সুশীতল স্নিগ্ধ সমীরণ,
তরুশাখে বিহগের মধুর মিলন।
আম্রকুঞ্জে কোকিলের সুমধুর গান,
কোকিলের কুহুতানে হরষিত প্রাণ।
শালবনে কারা ওই বাজায় মাদল,
মাদলের তালে তালে হৃদয় পাগল।
ধামসামাদল বাজে বাঁশি বেজে উঠে,
শিমূল পলাশ বনে লাল ফুল ফুটে।
সাঁওতালী বধূগণ সবে এক সাথে,
মহুয়ার নেশা লাগে বসন্ত প্রভাতে।
সকলেই গান গায় পুলকিত চিত্ত,
মাদলের সুরেসুরে করে ওরা নৃত্য।
ফাগুনের ফুলবনে ফুটে কত ফুল,
আম্রশাখে মঞ্জুরিত আম্রের মুকুল।
সকলেই গান গায় পুলকিত চিত্ত,
মাদলের সুরেসুরে করে ওরা নৃত্য।
ফাগুনের ফুলবনে ফুটে কত ফুল,
আম্রশাখে মঞ্জুরিত আম্রের মুকুল।
চমৎকার গীতি অথবা কথা কাব্য। অভিনন্দন কবি মি. ভাণ্ডারী।
পাঁচ তারকা রেটিং করে গেলাম প্রিয় কবি দা।
এমন সব কবিতা একজন কবি চোখের সারল্য প্রকাশ করে। অভিনন্দন কবি।