শব্দ সংঘাত
শব্দ হাসে শব্দ নাচে শব্দ করে গান
গম্ভীরা বন চিরে ছোটে শব্দভেদী বাণ।
শব্দ হয় মেঘের বাসায়, শব্দ শোষে মাটি
গাছের ডালে চাষী ঝোলে শব্দে কাটাকাটি।
শব্দ করে ব্যালট জ্বলে, নিঃশব্দ লাশ
বস্তি তলায় অন্ধকারে, শব্দে মহল খাস।
শব্দে ছোটে প্রাইভেট জেট, নিঃশব্দে টাকা
শব্দ ওড়ায় শব্দ পোড়ায় সামন্তরাজ আকা।
শব্দে উতল সীমান্ত সুখ, শব্দে ছিন্ন দেহ
শব্দশূন্য কামড় বসায় অসুখ মধুমেহ।
শব্দে বাঁচি শব্দে মরি শব্দে কাটাই দিন
শব্দ হারায় বুজুর্গ মানুষ, উচ্ছ্বলিত টিন।
শব্দে বাঁচি শব্দে মরি শব্দে কাটাই দিন
শব্দ হারায় বুজুর্গ মানুষ, উচ্ছ্বলিত টিন।
কবিতার সার অসম্ভব গভীর। সমসাময়িক প্রেক্ষাপট আর অন্তর্কথন জাস্ট এনাফ।
ধন্যবাদ প্রিয় ভাই। ভালো থেকো।
ওয়াও । শব্দের এই খেলা দারুন লাগলো ।
ধন্যবাদ কবিবোন নাজমুন নাহার।
দারুণ, একটি শাব্দিক ভোর হলো আমার। অনেক শুভেচ্ছা প্রিয় কবি
বিশেষ কৃতজ্ঞতা কবি জাহিদ অনিক।
যেন কিছুক্ষণ সময় শব্দের স্রোতে ভাসছিলাম। অসম্ভব সুন্দর একটা কবিতা।
আনন্দিত হলাম বোন হাসনাহেনা রানু।
স্যালুট দাদা
ইয়েস বস কবি লিটন ভাই।
খুবই অর্থবহ একটি কবিতা পড়লাম ,,
অনেক ভালো লাগলো, শুভেচ্ছা জানবেন প্রিয় শ্রদ্ধেয় কবি
ধন্যবাদ কবি সুজন ভাই।
শব্দে বাঁচি শব্দে মরি শব্দে কাটাই দিন
দারুণ একটি লাইন কবি সৌমিত্র।
অশেষ কৃতজ্ঞতা কবি বোন শাকিলা তুবা।
শব্দনীড়ে শব্দ আছে
আছে সৌমিত্র দাদা,
তাইতো করি লেখালেখি
নেই যে কোনও বাধা ।
শব্দ নিয়ে ভালো লিখেছেন,
আমার শ্রদ্ধেয় সৌমিত্র দাদা।