মন অরণ্যে ….

মন অরণ্যে ….

অরণ‍্যে ফুল ফুটুক আপন সৌন্দর্য নিয়ে
তুমি রক্ত গোলাপ ফুটালে আমার শূন্য মনে :
আমার মেঘলা করা মন
ভীষণ আবেগপ্রবণ
ভালবাসা রংধনু ছড়িয়েছে মনের আকাশে !

তুমি আমার চেতনার আকাশে ঝড় তুলেছ
তোমার স্পর্শ সে তো উত্তাল সমুদ্র!
আমার চোখের তারায় স্বপ্নময়তার প্রত‍্যাশার আলো জ্বেলেছ ..
তোমার রূপালি রোদে ছড়ানো ঘাস উঠোনে আমি বুনো ফুল;

সে ফুলের খোঁজে তুমি পা রেখো না ঘাস উঠোনে
জল জ‍্যোৎস্নায় আমি স্নান করব ,
দুঃখের সরোবরে..
প্রতি রাতে আমি জেগে থাকি
কবিতার সাথে:
এক কবিতা আমার ভীষণ প্রিয়!

আকাশের নীলিমায় ডানা মেলে
শ্রাবণ মেঘ,
কুয়াশার ডানা বেয়ে শিশির নেমে এসে —
স্বপ্নের ভেতরে করে অবগহণ !
সন্ধ্যার আকাশে নীল নক্ষত্র …
করে উটাচন ,
বিকেলে জলপাই রং রৌদ্র
নেমে এসে আমার ঘাস ফড়িং মন ছুঁয়ে উড়ে যায়
স্বপ্নের চিল মেঘ ডানায় ,
শেষ বিকেলের নরম রোদ উঁকি দিয়ে হারিয়ে গেছে
অচেনা শহরের বাঁকে :

চম্পাবতী নদীর তীরে
রূপ কথার সাজানো নীড়ে,
নক্ষত্র নীল আবেগে ভরা নির্মেঘ
নিস্তরঙ্গ ঘুম ঘুম রাতে
হঠাৎ চমকে উঠি একি ?
শুধুই স্বপ্ন ;
অ‍্যা হ‍্যাভ এ‍্যা ড্রিম ..
নীল আকাশের আঁচল খসে
চাঁদের রূপালি ছায়া নেমে এসেছে
নীরব নিঃশব্দে !

অরণ‍্য নীড়ে …
শিশির মায়ায় ,
যেন কানামাছি খেলায়
রাত জাগা জ‍্যোৎস্না নীড়ে
দারুচিনি দ্বীপ ছুঁয়ে আছে।

এ কোন্ জীবনের খেলায়
অরণ্য এভাবেই থাকবে তুমি চিরদিন ..
নাকি হারাবে মনের গহীনে,
মন অরণ্যে !!

10.03.2019

12 thoughts on “মন অরণ্যে ….

  1. "আমার চোখের তারায় স্বপ্নময়তার প্রত‍্যাশার আলো জ্বেলেছ ..
    তোমার রূপালি রোদে ছড়ানো ঘাস উঠোনে আমি বুনো ফুল;
    অরণ‍্য নীড়ে … শিশির মায়ায়, যেন কানামাছি খেলায় রাত জাগা
    জ‍্যোৎস্না নীড়ে দারুচিনি দ্বীপ ছুঁয়ে আছে। মন অরণ্যে …."

    চমৎকার এই অণুকাব্যে অভিনন্দন প্রিয় কবি হাসনাহেনা রানু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি আজাদ ভাইয়া।  ধন্যবাদ সহ শুভেচ্ছা নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার লেখা গুলোন আমার কাছে সব সময় ভাল লাগে দিদি ভাই। আদাব।

    1. কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি রিয়া দি'ভাই। শুভ কামনা আপনার জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. ভীষণ ভীষণ আবেগ আর আকুতি নিয়ে হয়তো লিখেছেন, আমরা পাঠকরাও পড়ছি, কিন্তু যে মেধা শ্রম দিয়ে এমন সব সৃস্টি তাকি আমাদের মতো পাঠকের ওয়াও মুগ্ধতা শুভেচ্ছা অভিনন্দন শব্দের বিনিময় মূল্য শোধ হবে ? হবে না। 

    অভিনন্দন বোন হাসনাহেনা রানু। তারপরও অন্যের জন্য না হোক নিজের জন্য লিখুন। শুভ সন্ধ্যা। :)

    1. অসংখ্য ধন্যবাদ কবি সৌমিত্র দাদা। ভাল থাকুন সবসময়।শুভ সকাল।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. উৎসাহিত হলাম প্রিয় কবি আপু শাকিলা তুবা। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. দারুণ লিখেছেন শ্রদ্ধেয় দিদি। আপনার লেখা কবিতা পড়ে মুগ্ধ হলাম। শুভেচ্ছা রইল।

    1. সুন্দর মন্তব্য প্রকাশ করায় অনুপ্রাণিত হলাম ,কবি দাদা নিতাই বাবু।শুভ কামনা আপনার জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  5. সুন্দর উপস্থাপনা। কবিতার বিষয়বস্তু ভালো।

    সাথে থাকুন, পাশে রাখুন।

    জয়গুরু।

    1. শুভেচ্ছা নিন।পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কবি বন্ধু লক্ষ্মণ ভাণ্ডারী। শুভ সকাল।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।