——-কর্ম গুনে স্বপ্ন সেঁটে বাঁচ
চুপসে থাকা বেলুন
অনাথ চুপচাপ থলেতে পড়ে রয়।
বাতাস ভরে এবার তা ফুলে ফেঁপে মস্ত রাঙা
রঙিন বাতাসে টলে; ধায় আকাশে
এবার মনে বেশ অহঙ্কার তার দম্ভ ভরে কত কথা কয়?
ফড়িং তুই আয় না আমার সাথে
দেখাব তোরে নীল আকাশের গা
ঘাস ফুলের ডগায় তো রইলি পড়ে
এবার একটু মন খুলে গা;
আপাদমস্তক বাতাস খেলে খেলে!
বেশ তো আছি, সবুজ কোলাহলে
পাখি ভ্রুমর সনে দক্ষিণা হাওয়া গায়ে ছুঁয়ে
মমতা মাখা বড্ড আদুরে মায়ার টান
কেমনে ছিঁড়ে আসি বল?
মিছে মরীচিকা পিছে ছুটে
বেলা গেলে ঢলে তুমি যে যাবে চুপ্সে!
স্বপ্ন উড়াল বামন জীবন তোর; রও পড়ে থলেতে
একটু আদর মাখা হাওয়া পেলে তবেই উঠ জেগে
এতেই তুমি, স্বস্তি এঁটে বাঁচো
আকাশ ছোঁয়ার স্বপ্ন এবার ছাড়! নয় তো ফুলেফেঁপে
হবে ফুটস নিঃস্ব; থলেতেও রইলে না আর বেঁচে
উচ্চভিলাসি মনকে এবার একটু বাঁধ,
কর্ম গুনে স্বপ্ন সেঁটে বাঁচ।
রূপক কবিতা/ ১৪২৫/মাঘ/ শীতকাল।
রূপক কবিতায় অভিনন্দন প্রিয় মাটি ও মানুষের কবি … প্রিয় বন্ধু আমার।
এই বসন্তে আমার ভালোবাসা যেন বন্ধু,,,,,,,,,
অভিনন্দন কবি মান্নান ভাই।
কবিকে আমার বসন্ত ভালোবাসা,,,,,,,
চমৎকার কবিতা শুভেচ্ছা জানবেন
বসন্ত ভালোবাসা সুজন ভাই,,,,,,,
অভিনন্দন কবি দা।
এই বসন্তে ভালো থাকুন কবি,,,,,,,,,,,,