রাতের গোপন রহস্য

আমাদের রাতের রহস্য কেবল স্বপ্নেই লুকায়িত
থাকে যে স্বপ্ন গুলো তুমি আমি দেখি,
তখন, তুমি আমি আমরা এক সাথে বিছানা ভাগ
করি একবার মরার আগে।

নিঝুম নিশ্চুপ রাত,তার গোপন রহস্য।
ঘুম, ঘুম আর ঘুম,
আমি ঘুমাই, আমরা ঘুমাই, আমি স্বপ্ন দেখি,
আমরা স্বপ্ন দেখি, তুমি আমি স্বপ্ন দেখি।

স্বপ্নের স্মৃতি কখনো পুনরাবৃত্তি হয় না যূথিকা।
অথচ রাতের শরীরে তারকারা জীবনের চেয়েও বেশি।
তারকারা আলো দেয়, তারকারা আশা দেয়,
তারকারা অনন্তকালের নিদর্শন রাতের শরীরের।

যূথিকা, আমি তাদের উপস্থিতিতেই কেবল তোমার
কাছে আসতে পারি। তাছাড়া আর কিছু পারি না।

তুমি আমি ছাড়া আমাদের রাতের রহস্যের কোনো
স্মৃতি থাকে না ঠোঁটের পাপড়িতে কেবল ভোর আসে।

০৯/০৩/১৯

5 thoughts on “রাতের গোপন রহস্য

  1. আমি ঘুমাই, আমরা ঘুমাই, আমি স্বপ্ন দেখি,
    আমরা স্বপ্ন দেখি, তুমি আমি স্বপ্ন দেখি।

    বাহ্ কবি সুজন ভাই। অসাধারণ লিখেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. খুবই সুন্দর একটি রোম্যান্টিক কবিতা। অভিনন্দন কবি।

  3. কিছুটা ব্যস্ততায় আপনার লিখায় আসতে দেরি হয়ে গেলো। শুভেচ্ছা জানবেন কবি। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।